পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যজ্ঞ নষ্ট করিয়া ফেলিল। অনেক মুনি ঋষি যজ্ঞ করিতে বা করাইতে আসিয়াছিলেন, কাহারও ভাঙ্গিল দাত, কাহারও ছি'ড়িল দাড়ি। সে এক প্রলয় কাণ্ড। দক্ষেরও মাথা কে যেন কাটিয়া ফেলিল; কিন্তু দক্ষের স্ত্রী প্রসূতি ছিলেন বাচিয়া ; সম্পর্কে তিনি শিবের শাশুরী ; শিবকে বলিয়। কহিয়া স্বামীকে বাচাইলেন, কিন্তু দক্ষের মুগুট। আর খুজিয়া পাওয়া গেল না, অগত্য একটা ছাগলের মাথা কাটিয়া তাহার ধড়ে জোড়া দেওয়া হইল । এদিকে সতীর প্রাণহীন দেহ স্বন্ধে লইয়া শিব অস্থির হইয়া ছুটিয়া বেড়াইতে লাগিলেন। কিছুতেই তিনি থামিলেন না। ব্যাপার দেখিয়া ব্ৰহ্মা বিষ্ণু পরামর্শ করিলেন ; বিষ্ণু চক্র ছুড়িয়। মারিলেন, দেহ একান্ন টুক্র হইয়া একান্নটি স্থানে পড়িল, সেই একান্নটি স্থানকে পীঠস্থান বলে,— পীঠস্থান মাত্রেই হিন্দুর পরমতীর্থ। কালীঘাট ও এই একান্নপীঠের একটি পীঠ,—সেখানে পড়িয়াছিল, "কালীঘাটে চারি অঙ্গুলি ডানি পার।" শিব তখন হিমালয়ে ধ্যান করিতে বসিলেন। শিব শক্তিহীন, স্বষ্টি চলিবে কি করিয়া ! তাই বিষ্ণু নারদকে ঘটকালী করিবার জন্য হিমালয়েই পাঠাইলেন, হিমালয়ের কম্বা উমা, উমার মাতা মেনকা ; নারদের পরামর্শে শিবের ধ্যানভঙ্গ হইল ; মন্মথদেৰ বাণ ছুড়িয়া তপস্যা ভঙ্গ করিলেন। শিৰ চমকিয়া উঠিলেন, তাহার কপালে যে নেত্র আছে তাহ হইতে আগুন ছুটিয়া গিয়া মন্মুখকে পোড়াইয়া মারিল। মদনের স্ত্রী রতি, স্বামীর মৃত্যুতে কাদিয়া অস্থির ; আকাশবাণী শুনিয়া =िाथ्s-खाञ्चडी ૨૧૭8 -- ----- মন্মথেৰ দ্বারকায় পুনর্জন্ম হইবে জানিয়া उtद डिमि भारु ३३ ग्रा वाद्र काग्न गान । এদিকে শিবের বিবাহের ধূম পড়িয়া গেল, নাচ-গানে তাহার সঙ্গীরা অস্থির ;– "उच्म् उब्म् क्दम् डाग घन नांzछ *ि श्रा छभक्रगtण রুদ্র তালে তাল দেয় বেতাল ভৃঙ্গী নাচে অঙ্গ ভঙ্গিয়া।" সতীর দেহ স্বন্ধে লইয়া শিব ছুটিয়া বেড়াইতে লাগিলেন বিবাহ তো হইয়া গেল ; কিন্তু শিবের রুদ ও সঙ্গে সঙ্গে অস্তুত সঙ্গী দেখিয়া মেনকা কাদিয়া অস্থির ; তখন শিব তাহাকে শাস্তম্বন্দর মূৰ্ত্তি দেখাইলেন। পরণে দিব্য বস্ত্র, গায়ে দিব্য পৈতা, দিবা চন্দন, মাথায় মুকুট, মুখে কোট চাদের শোভা। ভারত চন্দ্র হরগেীরীর মিলনের কথা বড় যত্নে दफु नांदशांzन लिथिग्नाrइन। &कलांग ७भन