পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

తాt=Eకాశా ভাবে বর্ণনা করিয়াছেন যাতাতে মনে হয় ইহার তুলনাতে স্বৰ্গস্থখও ছার। মৃগ পালে পাল শাৰ্দ্দল ভয়াল কেশরী হস্তী রাখাল । ময়ূর ভুজঙ্গে ক্রীড়া করে রঙ্গে ইন্দুরে পোষে বিড়াল। লটপট জটা লপটে পায় সম কৰ্ম্মাকৰ্ম্ম শক্ৰ মিত্র সমতুল। সম ধৰ্ম্মাধৰ্ম্ম छद्रा शृङ्का नांदे श्र°क्र* ?ाई কেবল স্বখের মূল। কিন্তু হইলে কি হয় ? দেবতাদের মহিমা প্রচারের জন্য ঝগড়া যে করাইতেই হইবে । - --- همه مه ۹ باS4 স্বতরাং হর গৌরীর কোন্দল বাধিল । ঘরে কিছু নাই ; তাহাতে ভবানীর কড়া কথা । একে তো শিবের রাগ হইলে রক্ষা নাই । আবার বুড়া বয়সে ক্ষুধার বেগও বেশী । শিব যাড়ে চড়িয়া ভিক্ষায় বাহির হইলেন। গৌরী দুই ছেলে লইয়া অভিমানে বাপের वाड़ौ যাইবেন, এমন সময়ে গেীরীর সখী জয় বলিলেন, কেন এমন ছেলে-খেলা কর । ত্রিভুবনের অন্ন হরণ করিয়া অান, শিব তখন আর কোথাও অন্ন পাইবেন না, তোমার কাছেই তাহাকে অাসিতে হইবে। অন্নপূর্ণ-মুৰ্ত্তি গ্রহণ করিয়া লোকের দুঃখ কষ্ট দূর কর । জয়ার এই পরামর্শ গৌরীর মনে ধরিল। শিব কোথাও অন্ন না পাইয়া বৈকুণ্ঠে লক্ষ্মীর নিকটে গেলেন,—কিন্তু ম হা মা য়া র মায়ায় লক্ষ্মীও যে লক্ষ্মী-ছাড়া । শিবের আর কষ্টের অবধি রহিল না, কিন্তু লক্ষ্মীর কথায় তিনি কৈলাসে ফিরিলেন, সেখানে অন্নপূর্ণ শিবকে অন্নদান করিলেন। মহাদেব মহানন্দে পঞ্চমুখে ভোজন করিতে লাগিলেন, কত খাইবেন ! ভারতচন্দ্র এই খাওয়ার কথা বলিতে গিয়া কম খুসী নহেন। আজকালকার অনেক কবি খাওয়া-দাওয়ার ব্যাপারটা তেমন ভালবাসেন না, কেহ বেশী খাইতেছে দেখিলে উহাদের হাসি ও পায় না, ঘৃণা হয়। ভারতচন্দ্র র্তাহাদের দলের নহেন, খাওয়ার কথা এমন ভাবে বলিয়াছেন যে পড়িলে


4-- -o-o-o-o