পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খৰ্ব্ব গৰ্ব্ব দৈত্য সৰ্ব্ব গৰ্ব্ব খৰ্ব্বকারিকে । সিংহভাব বোররাব ফেরুপাল পালিকে ॥ এছি এfহ দেহি দেহি দেবি রক্তদস্তিকে । ভারতায় কাতরায় কৃষ্ণভক্তিমস্তিকে ॥ স্তবে খুসী হইয়া দেবী ডাকিনী যোগিনী হাকিনী শাখিনী পেতিনী ভৈরব পিশাচ যক্ষ রক্ষ পাঠাইয়া দিলেন, তাহার। কোটালের সৈন্যদিগকে এমন কি কোটালকে পৰ্য্যন্ত বাধিয়া ফেলিল,—এ দিকে রাজাও ততক্ষণ ভাটের মুখে স্বন্দরের প্রকৃত পরিচয় জানিতে পারিয়াছেন। তখন আর তাহার রাগ থাকিল না, সমাদরে সুন্দরকে গ্রহণ করিলেন এবং দেবীর কৃপায় বিদ্যা ও সুন্দর স্বর্গে গেল, কারণ পৃথিবীতে তাঙ্গদের দেবীর শাপে জন্ম হইয়াছিল, দেবীর মহিমা প্রচার করিয়াই পৃথিবীর কাজ শেষ হইল, এখন শাপ ফুরাইলে স্বর্গেই যাওয়ার কথা। তাহাদের কাহিনী কিন্তু দেশের মধ্যে বহুদিন লোকের মুখে মুখে চলিয়া আসিতেছে,— কত কবি তা হীদের কাহিনী লইয়। কাব্য রচনা করিয়াছেন। ভবানন্দের নিকট বিদ্যাসুন্দরের গল্প শুনিয়া মানসিংহ খুসী হইলেন, তাহার পর মানসিংহ ভবানন্দকে লইয়া যাত্রা করিলেন, পথে জল ঝড় এমন হইল যে তাবু বানে ভাসিয়া গেল, ঘোড়া সাতার কাটিতে লাগিল হাতি ডুবিয়া মরিল, উট-গাড়ী পাকে অাটকাইয়া গেল, চলিতে পারিল না। এমন দুৰ্য্যোগে ভবানন্দ সপ্তাহ ধরিয়া রসদপত্র না যোগাইলে মোগল সৈন্যের বিপদের আর অস্ত থাকিত না। অন্নপূর্ণর দয়ায় ভবানন্দের কোনও কিছুরই অভাব নাই। অন্নপূর্ণার মাহাত্ম্য দেখিয়া মানসিংহও তাহার পূজা করিলেন,—দুৰ্য্যোগ কাটিয়া গেল, আকাশ *द्रिकांद्र श्ल । यc*ांश्द्र यांप्यांद्र श्रtद्र F. 2–33 ASAA aaaee কোনও বাধা রহিল না। প্রতাপাদিত্য যুদ্ধে হারিয়া গেলেন, তাহাকে পাচায় ভরিয়া মানসিংহ দিল্লী ফিরিলেন, মানসিংহের কথামত ভবানন্দ তাহার সঙ্গে চলিলেন, সঙ্গে দুই দাস, তাহাদের নাম দাম ও বাসু । বাদশাহের নিকট মানসিংহ প্রার্থন জানাইলেন, ভবানন্দ মজুমদারের আশ্রয়ে এক সপ্তাহ সৈন্য সমেত ছিলাম, সে খাবার না যোগাইলে কেহ বাচিত না,—অন্নপূর্ণ দেবীর পূজা করিয়া ঝড় বৃষ্টি হইতে রক্ষা পাইয়াছি । ভবানন্দকে তাহার দেশে রাজত্ব দিব কথা দিয়াছি, তাহাকে অনুগ্রহ করুন। বাদসাহ তো চটিয়া আগুন,—হিন্দুর ভূতে তাহার শ্রদ্ধা নাই, সুতরাং কথায় কথায় ভবানন্দকে বন্দী করিলেন । ভবানন্দ একমনে কালীর ধ্যান করিলেন, অন্নদার স্তব করিলেন,—অন্নদার বরে তাহাকে প্রহরীর কেহ ছুইতে পারিল না, ডাকিনী যোগিনী শাকিনী পেতিনী দানব দানার অত্যাচারে দিল্লীতে মহা সোরগোল,—উজীর নাজীর গিয়া বাদশাহকে অনুরোধ করিল,— জাহাঙ্গীর নিজেও মহামায়ার মায়ার পরিচয় পাইয়া ভবানন্দকে মুক্তি দিলেন, আর সঙ্গে দিলেন পুরস্কার উtহার দেশের রাজগণী । ভবানন্দ প্রয়াগ অযোধ্যা কাশী হইয়া দেশে ফিরিলেন, তাহার যথেষ্ট সমাদর হইল। চৈত্র মাসে অন্নদার যথারীতি পুজা করিলেন, পূজায় খুলী হইয়। অন্নপূর্ণ তাহাকে বর দিলেন,—যতদিন তাহার ঝাপী রক্ষা করা যাইবে, মজুমদারবংশ যতদিন তাহ। রক্ষা করিবেন, ততদিন উহাদের সৌভাগ্য। আর এই বংশেই একজন তাহ অবজ্ঞা করিলে । ভবিষ্যতে কৃষ্ণচন্দ্র নবাবের বিরাগে পড়িয়া কাতরে অন্নদার শরণ লইলে দেবীর বরে ভারতচন্দ্র কাব্য রচনা করিবেন। ---