পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- অন্নপূর্ণার দর্শন পাইয়। ভবানন্দ মজুমদার র্তাহার তুই স্ত্রী লইয়৷ দেহত্যাগ করিলেন এবং মৃত্যুর পর কুবেরপুরীতে পূর্বের্বর মত বাস করিতে লাগিলেন। ভারতচন্দ্র যে কি কি বিষয়ে কাব্য রচনা করিয়া গিয়াছেন তাহ বলা হইল। ইহা ছাড়া আরও কিছু কবিতা তিনি লিখিয়াছিলেন, এবং মহিষাসুর বধ লইয়া চণ্ডী নামে এক নাটক ও অারস্ত করিয়া যান। মানারূপ চন্দে এবং কথার রাধুনীতে র্তাগর ষে নৈপুণ্য ছিল তাহার পরিচয় আমরা তাহার লেখা হইতে পাই। এক শব্দের. একাধিক অর্থ লইয়া তিনি তুই চারি চরণ যাহা লিখিয়াছেন তাহদের প্রত্যেকটি কথাই যত্ন করিয়া মনে রাখিবার মত। চীরা মালিনীকে সুন্দর বাজার করিতে পাঠাইয়াছেন, হীরা বাজার হইতে ফিরিয়া হিসাব দিতেছে : ८णषा कब्रि तूक वाइ छूथ ५फ़ौ *ाठि । পাছে বল মাসী খাইয়াছে কড়ী পাতি ॥ ‘খড়ী পাতি’ ও ‘কড়ী-পাতি' উচ্চারণ করিলে একরূপই ; শোনায় কিন্তু প্রগমটির মানে খড়ী পাতিয়, অর্থাৎ খড়ীর দাগ কাটিয়া, দ্বিতীয়টির মানে, কড়ীগুলি বা পয়সাগুলি, টাকাকড়ি। তেমনই, হীরার হিসাবে আর এক জায়গায়,— আট পণে কিনিয়াছি কাঠ আট আঁটি । নষ্ঠ লোকে কাষ্ঠ বেচে তারে নাহি আটি ৷ এখানে আট পণ, আর আট আঁটি ; নষ্ট লোক, কাষ্ঠ বেচা ; অ'টি অর্থে বোঝা, পরের অর্ণটি অথে পারিয়া উঠা। তাহার অনেক কথা প্রবাদ বাক্যের মঙ্গ হইয়া গিয়াছে, লোকে তাহার বই না পড়িয়াও ২৫৭০ f_ளுகrதுன் ८नहे नद कथा उनिम्नांtझ ७ डांश्ttनब्र श्रर्थ | বুঝিয়াছে, যেমন,— “ধ্যানে ধরে যে তোমারে সেই সে ধীমান" *ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন” অথবা

  • বুঝ লোক যে জান সন্ধান” "भिझ! कथा जि"51 छण क७भ१ द्रग्र”

আর কত বলিব! মিষ্ট কথা বলিতে, মিষ্ট ধ্বনি উচ্চারণ করিতে গিয়া তিনি লিখিয়াছেন, কল কোকিল অলিকুল বকুল-ফুলে। বসিয়া অন্নপূর্ণ মণি দেইলে । कभण-*द्रिभण ग८घ्न लौठण छल পবন ঢল ঢল উছলে কূলে ॥ অাবার মহাদেবের রুদ্র গুণের কথাও কেমন পম্ভীরভাবে কবি বলিয়াছেন তাঙ্গ পড়ি : তরঙ্গভঙ্গিত ভূজঙ্গরঙ্গিত কপদিমদিত জটাধর। গণেশশৈশব বিভূতিভৈরব ভবেশভৈরব দিগম্বর। ভূজঙ্গকুগুল পিশাচমণ্ডল মহাকুতূহল মহেশ্বর। রজ:প্রভারত পদা,জানত মুদিনভারত শুভঙ্কর। ছন্দের সঙ্গে সঙ্গে শিবের জটার ছবি, সাপের কিলিবিলি, জ্ঞানের অক্ষয় ভাণ্ডার, গঙ্গার डद्रश्न नद भिशिग्नl cयम कि 4क *ाठौन्नडांव भएन छै:%, ऊाठा कभाग्न कश्ग्रिा ठूक्षाडेदान्न নহে । কাব্যের প্রতি ছেদে তাই কবি সকলের কুশল চাহিয়াছেন, সকলের যাহাতে ভাল হয় তাহার জন্য ভগবানের চরণে প্রার্থনা করিয়াছেন, বলিয়াছেন, রাজার মঙ্গল কর রাজ্যের কুশল । cप ●cम भत्रण उठांद्र कब्रह *श्रज ॥ ভারতচন্দ্র তাহার পূর্ণকালের কবিদের মতই মঙ্গল কাব্য লিখিয়া গিয়াছেন। তাহাতে ভাষার উপর ও শব্দের উপর যে প্রভূত্ব দেখিতে পাই তাহ। আর কোনও মঙ্গলকাব্য রচয়িতার মধ্যে দুল্লভ।