পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

AASAASAASAASAASAASSAAAASSSSSS BBB শিল্পম্যাল ০ঙ্গডি. এবং লিগ্রেভ-পরিবার। সিগ্রেভ-পরিবার ছাড়া ঐ জাহাজে আর কোনও যাত্রীই ছিল না। সিগ্রেভ-পরিবারে সবগুদ্ধ সাতজন লোকসিগ্রেভ, সিগ্রেভের স্ত্রী, তাহীদের চারটি ছেলেমেয়ে এবং একজন ঝি। সিগ্রেভ লোকটি খুব চালাকচতুর। তিনি অষ্ট্রেলিয়ার সিডনি শহরে অনেক দিন ধরিয়া এক গভর্ণমেণ্ট অফিসে কাজ করিতেছিলেন। ঐ কাজ করিয়া প্রচুর টাকাকড়ি জমাইয়া তখন তিনি মস্ত বড়লোক। অষ্ট্রেলিয়াতে র্তাহার তখন প্রকাগু এক জমিদারী ও মস্ত এক বাবলা। সেই জমিদারী ও ব্যবসার উন্নতির জন্য তিনি ইংল্যাণ্ড হইতে বহু জিনিসপত্র কিনিয়া ফিরিতেছিলেন। মিসেস সিগ্রেভ ছিলেন বড় অমায়িক ও শাস্ত প্রকৃতির। আর সিগ্রেভ ছিলেন ঠিক তাহার বিপরীত। বেজায় বকিতে পারিতেন তিনি। তাছাদের সব চেয়ে বড় ছেলে ছিল উইলিয়াম্—লে বেশ চালাক আর বুদ্ধিমান। অল্পদিনের মধ্যেই তাহার সহিত মাস টারম্যান রেডির খুব ভাব হইয়া গিয়াছিল। মাসটারম্যান রেডি তাহার সমুদ্রজীবনের কত গল্প তাহাকে শুনাইতেন। কবে কোথায় তিনি ঝড়ে পড়িয়াছিলেন এবং কিভাবে সেই ঝড় হইতে জাহাজশুদ্ধ তিনি উদ্ধার' পাইলেন, উইলিয়াম এই সব গল্প শুনিতে বড় ভালবাসিত। আবার উইলিয়ামও রেডিকে রবিনসন ক্ৰশো প্রভৃতি নাবিকদের গল্প শুনাইত। রেডি ঐ-সব আগে কখনও শোনেন নাই। কাজেই সেগুলি শুনিতে র্তাহার খুবই ভাল লাগিত। উইলিয়ামের ছোট ভাই টমাগের বয়স ছিল মাত্র ছয় বৎসর। কিন্তু সে ভারী দুষ্ট । তাহার মাথার মধ্যে সৰ্ব্বদা দুষ্টামি বুদ্ধিই খেলিয়া বেড়াইত। একবার সে তাহার এয়ার গান দিয়া দেয়ালের টিকটিকি শিকার করিতে গিয়া এক বিষম কাণ্ডই বাধাইয়া বসিয়াছিল। বন্দুকের ছররাগুলো সেবারে টিকটিকির গায়ে না লাগিয়া তাহার বাবার চশমার একখানা কাচ একেৰারে গুড়া করিয়া দিয়াছিল । সে যাত্রায় গুণধর ছেলে টমাসের বন্দুকের গুলিতে মিষ্টার সিগ্রেভের চোখ নষ্ট হইতে বসিয়াছিল আর কি ! এইভাবে কত রকমে সে যে দুষ্টামি করিয়া বেড়াইত তাহা আর বলিয়া শেষ করা যায় না । - - - F. 3-33 ՀձԳԳ টমাসের পরে সিগ্রেভের এক মেয়ে ও এক ছেলে। মেয়েটির বয়স পাচ আর ছেলেটির বয়স তখন মাত্র এক বৎসর–কি তাহারও কম। জুনো বলিয়া একটি নিগে মেয়ে ঐ শিশুটার দেখাশোনা করিত। লেও ঐ জাহাজে লিগ্রেভ, পরিবারের नtत्र हे गtझेtउछ्णि । লিগ্রেভ -পরিবারের লঙ্গে ঠাহীদের দুষ্টটি কুকুরও ছিল । কুকুর দুইটির নাম মুলাস ও রেমাস। জাহাজের কাপ্তেনেরও একটী অতিশয় প্রিয় কুকুর ছিল। তাহার সহিত সিগ্রেভের কুকুর झठी शूद श्रांगां* छभाझेब्रा शश्ग्रांछ्णि । cनथा হইলেই তাহারা কোমর বাধিয়া ঝগড়া করিত না । দিন যায়। বেশ কয়েকদিন ধরিয়া “প্যাসিফিক জাহাজখানা পরিস্কার নীল আকাশের তলে কত দেশ-দেশান্তর পার হইয়া অসীম সমুদ্রের বুকের উপর দিয়া ছুটিয়া চলিল। কিন্তু একদিন হঠাৎ সমস্ত আকাশ মেঘে ভরিয়া গেল-চারিদিক অন্ধকার করিয়া আসিল । অল্পক্ষণের মধ্যেই ভীষণ ঝড় উঠিল আর সঙ্গে সঙ্গে বৃষ্টি ও পড়িতে লাগিল মুষলধারে। ঝড় বৃষ্টি ও বাজ পড়ার অন্ত নাই । সঙ্গে সঙ্গে সমুদ্র ও ভীষণ মাতামাতি স্বরু করিয়া দিয়াছিল। বড় বড় ঢেউগুলি ক্রমাগত জাহাজের গায়ে আসিয়া প্রবলবেগে আঘাত করিতেছিল, কোনও কোনটা আবার জাহাজের উপর দিয়া হুস করিয়া বহিয়া যাইতেছিল । সমুদ্রের সে কি গৰ্জ্জন অার ঝড়ের সে কি প্রবল বেগ! মনে হইতেছিল যেন পলয় কাও আরম্ভ হইয়াছে । একদিন ছ'দিন তিন দিন যায়-ঝড়ের বেগ আর থামে না—সঙ্গে সঙ্গে সমুদ্রের ঢেউয়েরও আর বিশ্রাম নাই। ঝড় ও সমুদ্রের সঙ্গে যুঝিতে গিয়া কত নাৰিক যে তাহাদের প্রাণ হারাইল তাহার ঠিক নাই। শেষকালে জাহাঙ্গের কাপ্তেন অগবোর্ণও একদিন মূৰ্ছিত श्डेग्न। 'प्लिप्णन यद९ छोश्tछथामाद्र ७कयाग्रगाम्न ফুটে হইয়া গিয়া ক্রমাগত জাহাজের ভিতরে একটু একটু করিয়া জল ঢুকিতে লাগিল। সকলে ভাবিল “অরি বুঝি জাহাজখানাকে রক্ষা করা গেল না!” কাপ্তেনের ঐ অবস্থা দেখিয়া জtছাজের নাবিকেরা বেশ একটু ঘাবড়াইয় গেল। তাছার ভাবিল এই বিপদে তাহাদের চালাইবে কে ?