পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f -f -- বিলি হইবার সময় প্রাপকের নিকট হইতে আদায় হইত। লণ্ডন সহরে জেনারেল পোষ্ট আফিস ভিন্ন অন্যত্র চিঠি ডাকে দিবার ব্যবস্থা না থাকায় এবং সঙ্করের আয়তন অত্যন্ত বিস্তুত হওয়ায় লোকদের চিঠি ডাকে দিতে অত্যন্ত অসুবিধা ভোগ করিতে হইত। সেইজন্য দূরের অধিবাসিগণ অতিরিক্ত এক পেনি খরচ করিয়া লণ্ডনের বাহিরের চিঠিও বাড়ীর নিকটবর্তী ডকওয়ারার আফিসে দিত। ডকওয়ারার ডাকবিভাগ কেবল চিঠির কাজ করিয়াই সস্থষ্ট ছিল না। ইতাদের মারফতে সাধারণ ও ইনসিওর পাশ্বেল পাঠান যাইত। অবগু এই ব্যবস্থা কেবল লণ্ডন সহরে আবদ্ধ ছিল । পাঙ্গেলের ওজন আধ সেরের উদ্ধে কিংবা তাঙ্কার মূল্য দশ টাকার অধিক হইলে, উকা গ্রহণ করা হইত না। জিনিষের মুলা পাশ্বেলের উপরে লিগিয়া দিতে হইত এবং ভালরূপ প্যাক করিয়া শিলমোহর করিয়া দিতে হইত। পাশ্বেল গোয়া গেলে তাচার ক্ষতিপূরণ করা হইত। এইভাবে ওয়েন্স প্রথার প্রথম উদ্ভব হয়। ইহা পরে বন্ধ করিয়া দেওয়া হইয়াছিল ; কিন্তু কখন এবং কি কারণে ঠিক জানা যায় না। তবে ১৭৪২ খৃষ্টাব্দর পূৰ্ব্বে এই নিয়ম রহিত করা হয় তাহা ঠিক। এখন চিঠির উপর ও তারিখ স্থানের নামাঙ্কিত যে শিল দেওয়া হয়, ডকওয়ারাই তাহা প্রথম প্রবর্তন করেন। কোন চিঠি বিলি হইতে বিলম্ব হইল কি না তাহা ঠিক করিবার জন্য সে অফিসের নাম ও সময়ের ছাপ চিঠিতে দেওয়া হইত। অবশু তখনও আধুনিক শিলের প্রচলন হয় নাই। এক শিলে (Seal) আফিসের নাম এবং অপর শিলে ডাকে দিবার সময় লেখা থাকিত। দিনের চিঠি দিনেই বিলি চইত বলিয়া তারিখ দিবার দরকার হইত না । ডাকবিভাগের আয় সেই সময়ে ডিউক অব ইয়র্ক-এর প্রাপ্য ছিল। ডকওয়ারার প্রবর্তিত ডাক চলিলে তাহার আয় কমিয়া যাইবে আশঙ্কা করিয়া গবর্ণমেণ্ট কয়েক বৎসর পরে এই ডাক চালাইবার ভার নিজ হাতে গ্রহণ করেন। ইহাতে ডকওয়ারার প্রতি অবিচার কবা হইল মনে করিয়া পালামেণ্ট তাহার জন্ত বাংসরিক ৫ • • শত পাউণ্ড - 譬 - শিশু-ভাল্লতী --- পেনসন মঞ্জুর করেন। ১৬৮৭ খৃষ্টাব্দে ইংল্যাও, স্কটল্যাণ্ড ও আয়রল্যাণ্ডের ডাকবিভাগে পৰ্ব্বশুদ্ধ ৩০৪ জন কৰ্ম্মচারী ছিল। কিন্তু সেই সময় এক ডকওয়ারার অধীনে লণ্ডন সহরেই ইহা অপেক্ষা অধিক লোক কাজ করিত বলিয়া জানা যায়। তৎকালে বড়দিন উপলক্ষে ৩ দিন, ইষ্টার উপলক্ষে ১ দিন, Ruutitle উপলক্ষে ২ দিন ও প্রতি রবিবারে ডাকবিভাগের ছুটি থাকিত। এই কয়দিন চিঠি বিলি, এমন কি একস্থান হইতে অন্যস্থানে ডাক চলাচল পর্য্যন্ত বন্ধ থাকিত। ডকওয়ারার অনুকরণে আর এক ব্যক্তি ১৭০৮ পুষ্টাব্দে লণ্ডন শহরে অধিপেনি মাশুলে ডাকবিলির বাবস্থা করেন। লগুনের যে সব পাড়ায় চিঠিপত্র বেশী চইত, সেই সব স্থানে শুধু ইছা আবদ্ধ ছিল। ১৭১ সালে গভর্ণমেণ্ট ইহা বন্ধ করিয়া দেন। কিন্তু তাছার প্রবর্হিত একটি নিয়ম সরকাৰী ডাকবিভাগ গ্রহণ করে। ইহার লোকেরা চিঠি সংগ্ৰহ করিবার জ৯ ঘণ্টা বাজাইয়। রাস্তায় রাস্তায় ঘূরিত। ঘণ্টার শব্দ শুনিলেই যাহাঁদের চিঠি দিবার প্রয়োজন ছইত, তাহারা মাশুল সঙ্গ তাহাদের ছাতে চিঠি দিয়া যাহত। এই বাবস্থায় এক প্রকার লাড়ীতে বসিয়াই চিঠি ডাকে দেওয়া চলিত। আধ পেনি ডাক বন্ধ হইবার পর সরকারী ডাক এই উপায়ে চিঠি সংগ্ৰহ করিতে আরম্ভ করে। এই প্রথা লগুন সহরে ১৮৪৬ খৃষ্টাব্দে এবং ডাবলিন সহরে ১৮৫৯ খৃষ্টাব্দ পর্যন্ত প্রচলিত ছিল। ১৬৬০ খৃষ্টাব্দে দ্বিতীয় চালস্-এর রাজত্বকালে যে মাশুল নির্দিষ্ট হয়, তাহা ১৭১ সালের আইনে পরিবর্তিত হইয়া যায়। এই পরিবর্তনের ফলে দুই পেনি স্থলে ৩ পেনি, ৩ পেনি স্থলে ৪ পেনি, এই ভাবে এক পেনি করিয়া সব চিঠির মাশুল বৃদ্ধি করিয়া দেওয়া হয়। যুদ্ধের বায় নির্বাহ করিবার জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন হওয়াতেই এই সময় মাশুল বাড়ান হয়। ১৭১১ খৃষ্টাব্দে এই বিভাগ হইতে ১১১৪৬১ পাউণ্ড আয় হইয়াছিল এবং এই বদ্ধিত হারে আরও ৩৬৪০০ পাউণ্ড আয় বেশী হইবে বলিয়া আশা করা গিয়াছিল। ১৭৬৫ খ্ৰীষ্টাব্দে আবার মাশুল পরিবর্তন হয়। এক সহর হইতে অন্ত সহরে ডাক পাঠাইবার নির্দিষ্ট 来→→→→→→→→→→→→ -مــمــــــح-----مه ډ ه مS ډ س--.