পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• শিশু-ভগৱতী -- দ্বী বা শেম কলা মায় না। ডাক্তারে বা ইহার সাহাযে চিকিৎসা করিবার একটি নূতন পথের সন্ধান পাইয়াছেন। তোমার হাড় ভাঙ্গিয়াছে—প তটা ভাঙ্গি যাছে, ডাক্তার বঞ্চন-অrtলাব সীতাঘে তাe1 পরীক্ষা করিযী বুঝিয়া ঠিক ভাবে তাহা যোড়। লাগিবার ব্যবস্থা কৰিয়া দিতে পাবিলেন । এই ভাবে একদিন মানুষেব যাহা কল্পনারও অগোচর ছিল, তাহাই সম্ভব হইল। প্রস্তব বল, কাঠ বল, মাংস বল, প্রায অধিকাংশ পদার্থের ভিতর দিয়া এই আলো প্রবেশ করিতে পারে। বঞ্জন-আলো পুক রঞ্জন-আলোণ আলোকচি এ–মাথার পুলতে গুলির চিঙ্গ সীসকের ভিতরে প্রবেশ করিতে পারে না, এজন্য যদি মানুষের শবাবেব ভিতর গুলি প্রবেশ কৰে, তাহ হইলে রঞ্জনআলোৰ সাহামো গুহাত চিত্রে একটি কৃষ্ণবর্ণ চিহেন মত দেখাইবে । ছবিতে দেখ একজন সেনিকোব মাথাব ভিতরে যে গুলি প্রদেশ কৰিধাছে, সেই কৃষ্ণবর্ণ স্থানটিতে একটি তার জড হয়। বুপাইয়। দেওয তই যাছে লোগ যি গুলি লাগি যাচে । রঞ্জন অালোব দ্বার। গুগীত চিত্রেব নাম X-Radicgraphs at-cases atto Հ8 X 8 কেবল যে ডাক্তারেরাই রঞ্জন-আলোর ব্যবহার করিয়া থাকেন, তাহ1 নতে। বৰ্ত্তমান সময়ে ব্যবসায়ীরাও ব্যবসায় সম্পকিত ব্যাপারে উহার সাহায্যে জিনিষপত্র যাচাই কবেন। এই আলো এক ইঞ্চি পরিমাণ স্কুল ইস্পাতের দণ্ডের মধ্যে প্রবেশ করিতে পাবে। উ>াব মধ্যে যদি কোনরূপ রন্ধ্র বা ছিদ্র থাকে তাহা হইলে সহজেই ধরা পড়ে। কঠিন কাষ্ঠখণ্ডের প্রায় ১২ ইঞ্চি পরিমাণ ভিতরে এই অালোক প্রদেশ করিতে পারে, কাজেই কাঠের ভিতরে ফাটল থাকিলে তাই তইতে সতর্কত। অবলম্বন করা যায়। হাওয়াই জাহাজ বা Aeroplane Ysgt? *faatz ang এঞ্জিনিয়ারের এইরূপ ভাবে পরীক্ষা করিয়া নির্দোষ দ্রব্যাদি দ্বাবা যন্ত্রাদি প্রস্তুত করিতে পারেন । রঞ্জন-আলোর সাহাযো তামরা এমন অনেক জিনিষেব আলোকচিত্র গ্রহণ করিতে পারি, যাহা পূৰ্ব্বে কখনও সম্ভবপর ছিল না, যেমন নকল মণি মুক্তা ও আসল মণি মুক্ত চিনিয়া লওয়া, বুটজুতা পাযে পরিয়া থাকিলেও পায়েব হাডের ছবি তোলা যায় । গামের ভিতরের চিঠি খাম না খুলিযাও পড়া যাইতে পাবে। যক্ষ্মার ন্যায কঠিন ব্যাধিৰ চিকিৎসাও এই আলোর সাহাযো পরীক্ষা কবা অনেকটা সহজ হইয়াছে । এক কথায় এই চালোর সাহাযেT অনেক সরারোগ্য বোগের প্রতী কাবের পথ সুগম হইয়াছে । রঞ্চম-আলোর যন্ত্রেব ব্যবহাৰ কবা অতি কঠিন কাজ এবং উপযুক্ত শিক্ষা ব্যতীত তাঙ্গা সম্ভব নয়। এই যন্ত্র পরিচালনার সময় অসতর্কতা বশত: অনেকে তাতাদের হাত, বাহু, এমন কি প্রাণ পৰ্মান্ত তারাইয়াছেন ; ইহা পরিচালনায় দক্ষতার প্রযোজন ।