পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

碘*

--- দেখিতে পাইতেছ মাছ ধরিবার যন্থ পাতি সব চেয়ে বড় জাল ফেলিবার বঁাশ ইত্যাদি সুস্পষ্ট ভাবে দেখা জেলে জাল ফেলিতেছে যাইতেছে। শামদেশের বড় লোকদের যা কিছু আয় তাহা এই ধানী জমির ও মাছের ব্যবসায় - - কৃষকেরা ক্ষেতে বোরো ধান রোপন করিতেছে হইতে। তামে এমন গ্রাম নাই যেখানে মাছের ব্যবসায়ওধানের বড় বড়গোলাও কেনা বেচা নাই।

শিশু-ভগৱতী جہاج 6 ماہ صلى الله عليه وسلم حمامام۔ م محم۔ --- খামদেশের অন্যান্ত শিল্পের মধ্যে কাঠের খোদাই কাজের খ্যাতি খুব বেশী। সেগুণ গাছ ও খামদেশের বনে প্রচুর জন্মে। সেই সব সেগুণ গাছ দেশ বিদেশে রপ্তানী হইয়া থাকে। এখানে একটি সেগুণ কাঠের তৈরী দরজার কার-কাৰ্য্যের চিত্র দিলাম। ইহা হইতে তোমরা বুঝিতে পরিবে যে—গ্ৰামদেশের কণ্ঠশিল্পীরা কাঠের খোদাই কার্য্যে কিরূপ শুনিপুণ। এখানকার তৈরী নানা সুন্দর সুন্দর দ্রব্যাদি দেশ বিদেশে রপ্তানী ৬ইযা থাকে। o " HT" TA'r

|

o o o o - - *

o-- - -.* : o s o o --t - i .| সেগুন কাঠের তৈরী দরজার কারুকাৰ্য্য গ্ৰামদেশের লোকেরা যেন জন্মগত শিল্পী। কি প্রস্তরের কাজ, কি কাঠের কাজ সব দিকেই তাহারা বিশেষ কলা কৌশল প্রদর্শন করিয়া থাকে। স্থাপত্যের দিক দিয়া ও ইঙ্গাদের কৃতিত্ব ছিল অসাধারণ। সে বিষয়ে তোমরা পূৰ্ব্বেও জানিতে পারিয়াছ । আমাদের বাঙ্গলা দেশের মন্দিরের মত কিন্তু শু্যামদেশের মন্দির নহে। উহাদের গঠন-প্রণালী অন্তরূপ। ফাপাতুমের যে মন্দিরটির ছবি এখানে দিলাম এই মন্দিরের অনুরূপ মন্দির খামের নান স্থানেই রহিয়াছে - ·来源 o →兼