পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

تقitf=ffحیمی جابجا میمی সকল বিস্কার মুখস্বরূপ ব্যাকরণশাস্ত্র শিখিয়া ফেলিলেন। তখন তিনি আবার পাটলিপুত্রে ফিরিয়া অভ্যালিলেন। আলিয়া বররুচিকে বিচারের অর্থাৎ তর্কের জন্ত আহবান করিলেন। ক্রমাগত সারাবাত্রি ধরিয়া দুইজনে তর্কাতর্কি চলিল, শেষে অষ্টম দিবসে পাণিনি চারিয়া গেলেন, বররুচি জয়লাভ করিলেন। তখন মহাদেব আকাশ হইতে এক অতি ঘোরতর হুঙ্কার ধ্বনি করিলেন । সেই হুঙ্কারের চোটে বররুচির ব্যাকরণ পৃথিবী ইহঁতে পলায়ন করিল, আর সকলে পাণিনি কত্ত্বক পরাজিত হইয়া মৃগ হুইয়। রছিলেন । এই গল্পে কেবল দুইটি জিনিষ লক্ষ্য কবিবার আছে, (১) পাণিনি বররুচি বা কাতায়মেব এবং মহারাজ নন্দের সমসাময়িক তিলে-, এবং (২) পাণিনি পাটলিপুত্রে আসিয়া শিক্ষালাভ করিয়াছিলেন। সোমদেবের কথাসরিৎসাগপ' যদিও একাদশ শতাব্দীতে লেখা হইয়াছিল, কিন্তু উহার উপাদান সংগৃহীত হইয়াছিল প্রায় দ্বিতীয় শতাব্দীতে রচিত গুণাটোর বৃহৎ-কথা’ হইতে। তবুও প্রথম কথাটা, অর্থাৎ পাণিনি কাত্যাধণেব সমসাময়িক ছিলেন ইহা সত্য কিনা তাই বলা যায় না। কিন্তু দ্বিতীয় কথাটা সত্য বলিয়াই মনে হয়। কারণ, পাণিনি একটি স্থত্রে বাঙ্গালার গৌড়ের নাম করি।াছেন, অথচ পাণিনির আগের কোনও বইয়ে গৌড়ের উল্লেখ নাই । পাটলিপুত্রে ন। আসিলে, শালাতুরে বসিয়া পাণিনি গৌড়ের কথা জানিলেন কি রূপে ? এক হইতে পাবে যে, লোকমুখে শুনিয়াছিলেন। কিন্তু তাছাও খুব -- Հ8 Գ F. 3—31 লম্ভবপর বলিয়া মনে হয় না, কারণ গৌড় পরে যতই সমৃদ্ধশালী হউক না কেন, পাণিনির সময় উহ! একটা ছোট-খাট সাধারণ নগরই ছিল । এইরূপ একটা বাঙ্গালাদেশের প্রসিদ্ধ স্থানের খ্যাতি পাণিনি সেই স্বদুর শালাতুরে বসিয়া শুনিয়াছিলেন এবং বাঙ্গালীর সংলগ্ন বিহারের পাটনায়ু আসিয়াও শুনিয়াছিলেন, ইহাই অধিক সম্ভবপর বলিয়া মনে হয় । পাণিনি যে পাটলি পুত্রে পড়িতে আসিয়াছিলেন, একথা সোমদেব ও তারনাথ ছাড়াও আব একজন বলিয়াছেন, তিনি কবি বাজশেখর (৯ • • খৃঃ) । পাণিনিপ জীবনী সম্বন্ধে আর বিশেষ কিছুই জাণ। ধাগ না। কেবল 'পঞ্চতন্ত্র’ নামক নীতিগ্রন্থে দেখা যায় যে, পাণিনি এক সিংহ কত্ত্বক নিহত হইয়াছিলেন । ইহা সত্য কিনা, কে জানে ? সংস্কৃত পাঠিতোর কোথাও কোথাও একজন কবি পাণিনিব কথা পাওয়া যায় । কাশ্মীরের বল্লভদেব নামক কবি প্রাচীন অনেক কবির লেখা হহতে ভাল ভাল শোক গুলি সংগ্ৰহ করিয়া *সুভাষিত। বগী’ নামে একথান। কোষ-গ্ৰন্থ লিখিয়াছেন। উছাতে কলি পাণিনির শ্লোকও আছে । কিন্তু কপি পাণিনি ও বৈয়াকরণ পাণিনি একহ বাgি বলিয়। আজকাল আর কেহ স্বীকার করে না । কৰি পাণিনি " পাতাল-বিজয়’ ও ‘জাম্ববতী-বিজয়’ নামে দুইখানি কাৰ্য লিখিয়াছিলেন, এবং কবি পাণিনির লেখা কতগুলি শ্লোক ৰাঙ্গালী ত্রধব দাসের 'সঙ্গুক্তি-কর্ণামৃত” (১২০৫ খ :) নামক সংগ্ৰহ-গ্রন্থেও উদ্ধত হইয়াছে। 5)이5 있