পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভালুক আছে (Sloth bear) তাছারা অত্যন্ত ভীষণ প্রকৃতির ইহারাও মানুষ খাটয়া থাকে। অন্যান্ত জস্তুরা মানুষ বা অস্ত কোনও প্রাণীর সাড়া পাইয়া পলায়ন করে, কিন্তু ভালুক অতি হিমালয়ের কাল ভালুক কাছাকাছি না আসিলে কোন প্রাণী আসিতেছে কিনা তাছা টের পায় না, একেবারে যখন কাছাকাছি আসে তখন টের পাইয়া মানুষট হউক বা অন্য কোন জন্তু জানোয়ারই হউক তাহারা এমন জোরে তাহার মাথায় বা শরীরের কোন স্থানে চড় মারে যে প্রাণীর প্রাণনাশের কারণ ঘটে। ভালুক যে দেশের যে বর্ণেরই হউক না কেন বরফাবৃত মেরু প্রদেশের সাদা ভালুকের মত সুন্দর ও বৃহৎ ভল্লুক পৃথিবীর আর কোথাও নাই। এই জাতীয় ভালুকের সহিত বাঘের তুলনা চলিতে পারে। এই তুষারগুন্ত্র ভালুকের সহজ ও মম্বর গতি, এবং সমুদ্রের নীলাভ জলের মধ্যে ভাসমান বরফ গুপের উপর এই শ্বেত ভলুকগুলি দেখিলে বাস্তবিকই তাছাদের সৌন্দর্য্যে মুগ্ধ হইতে হয়। তোমরা হয়ত অনেকে এই সুন্দর কবিতাটি জান,— আসছি আমি সাদা সাদা ভালুকের দেশ থেকে, জল স্থল সদাই উজ্জল বরফে আছে ঢেকে, বিশাল দেহ তিমির সনে সিন্ধু-ঘোটক খেলে, সারাজীবন থপথপ থপ, কাপবে সেথায় গেলে। সেই বরফের দেশে সাদা সাদা ভালুকের বাস করে। শ্বেত ভালুকের মাছ, শীল, প্রভৃতি খাইয়া জীবন ধারণ করিয়া থাকে। এই শ্বেত ভালুকের গায়ের শক্তি অসাধারণ, মেরু প্রদেশের কোন ইহাদের লৌহের স্তায় কঠিন মাড়ি এবং ছাত ওঁ; পায়ের থাবার আঘাত সহ করিতে পারে নী সত্য সত্যই শ্বেত ভলুক মেরু প্রদেশের রাজা। শীত প্রধান দেশবাসী অন্যান্ত ভল্লুকের মত এই মেরুপ্রদেশবাসী শ্বেত ভালুকেরা শীতকালে ঘুমাইযা কাটায় না, সে সময়ে তাহারা থাষ্ঠের সন্ধানে ঘুরিয৷ বেড়ায়। মেরু প্রদেশের সেই দারুশ শীতকালে ভালুকী বরফ সরাইয়া তাঙ্গার ভিতরে গুছার মত করিয়া বাসা তৈরী করিয়া ত থাকিবার লালস্থ করে এবং বাচ্চা কাচ্চা লইয়া বাস করিয়া থাকে। বাচ্চাদের গায়ের রোম ও পূব পুক বলিয়৷ শীতে ষ্টচাদের কোন কষ্ট হয় না। \ F খেত ভালুক - এই শ্বেত ভালুকগুলির আকার নেছাং কম নয়। ৯৯ কখনও কখনও নয় কিট পর্ঘ্যৰ লৰা হই থাকে: -

- - -

- --