পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/২৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--- - - ! 漳

  • +++ --

দেন। শ্ৰীকৃষ্ণ দ্বারকাপুরী নিৰ্ম্মাণ করিবার পর কাল যবনের সহিত র্তাহার যুদ্ধ হয় এবং যুদ্ধে তাহাকে নিহত করিয়া মুচুকুন্দ রাজাকে উদ্ধার করেন। মথুরাপুরীর উল্লেখ বৌদ্ধ, জৈন, রামায়ণ, মহাভারত ও পুরাণ প্রভৃতি গ্রন্থে পাওয়া যায়। হিন্দুদিগের ইহা একটি পবিত্র স্থান। এখানে ভাগবৎ ধৰ্ম্মের উৎপত্তি। কুষাণরাজাদিগের সময়ে জৈন দিগের ইহা একটি সুপ্রসিদ্ধ ধৰ্ম্মকেন্দ্র ছিল। حمام مه ۲:sergr-وe مخf ছিল।.স্বপ্রসিদ্ধ গ্রীকপর্য্যটক মেগাস্থিনিস লিখিয়াছেন যে যখন তিনি মথুরা দর্শন করিতে আসেন তখন ইহা মৌর্য্যদিগের আয়ত্ত্বাধীনে ছিল। বৰ্ত্তমানে মথুরা দুই ভাগে বিভক্ত:— মথুরা নগর এবং মথুরা ক্যান্টনমেন্ট, ( সেনানিবাস)। মথুরা সহরে বহু লোকের বাস আছে। এই স্থানে ‘চক' নামে একটি বৃহৎ বাজার আছে এবং হিন্দুদিগের কতক দ্বারকার সাধারণ দৃপ্ত বহুকাল ধরিয়া এই স্থানে বৌদ্ধধৰ্ম্ম প্রচলিত ছিল এবং বুদ্ধদেব এইস্থান পরিদর্শন করিয়াছিলেন। বিষ্ণুপুরাণ হইতে জানা যায় যে, এই পুরী শক্রস্তু নিৰ্ম্মাণ করিয়াছিলেন। এই নগরট যমুনার তীরে অবস্থিত। এখানকার বিশ্রামঘাট হিন্দুদিগের একটি পবিত্র স্থান। হিন্দু যাত্রীরা এই ঘাটে স্নান করে। মথুরার আর একটি নাম অধুরা। গ্রীক লেখকের মতে মথুরা মেখোরা নামে পরিচিত গুলি মন্দির ও আছে যথা কেদারেশ্বর, কুজ্জামন্দির, কালভৈরব প্রভৃতি। এই মন্দির গুলির মধ্যে কেদারেশ্বরের মন্দির সর্বাপেক্ষ বৃহৎ এবং সুন্দর। মথুরার উত্তরদিকে পাঁচ মাইল দূরে বৃন্দাবন নামে হিন্দুদিগের স্বপ্রসিদ্ধ তীর্থ যমুনা তীরে অবস্থিত। এইস্থানে হিন্দুদিগের অনেক মন্দির আছে। মদনগোপালদেবের মন্দির বহু পুরাতন এবং ইহার বর্তমান নাম حمامه حمامه همه مهم 88ف۹ +来