পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিশু-ভগৱতী भालग्न पौश्रृंभूल খামের কথা বলিলাম, এখন মালয়দ্বীপপুঞ্জের সম্বন্ধে কিছু বলিতেছি। এই দ্বীপপুঞ্জ সুমাত্রা, যবদ্বীপ (Java), গুও, বোণিও, সেলিবেশ, টাইমোর, মালঙ্কা এবং ফিলিপাইন দ্বীপপুঞ্জ খাবা বৌদ্ধ-মন্দির গঠিত। এই সমুদয় দ্বীপগুলির মধ্যে ফিলিপাইন দ্বীপ মাকিনদের, বোণিওর উত্তরাংশ ইংরাজ রাজের এবং টাইমোরের বেশীর ভাগই হইতেছে পর্তুগীজ দের অধীনে, অন্যান্স দ্বীপসমূহ ওলন্দাজ সাম্রাজ্যের অস্তুভূত। মালয় দ্বীপপুঞ্জেল সৰ্ব্বত্রই পাহাড় পৰ্ব্বত। এদেশে আবার অনেক আগ্নেয়গিরিও রহিয়াছে। এদেশের অধিবাসীরা মঙ্গোলজাতির একটি শাখা এবং মালয় নামে পরিচিত। এই দ্বীপপুঞ্জের অনেক গুলি দ্বীপ বিৰুবমণ্ডলের মধ্যে অবস্থিত বলিয়া এখানে প্রায় বারমাস বৃষ্টি হইয়া থাকে। এজন্যই همه مهم جهت هماهنامه- جه এখানকার জলবায়ু উষ্ণ এবং আত্র ; চারিদিক বেড়িয়াই সমুদ্র আছে বলিয়া এখানকার উত্তাপ তেমন বেশী নহে। এ সমুদয় দ্বীপপুঞ্জের ভূমি উর্বরা। এখানে নানা প্রকার কৃষিজাত দ্রব্যাদি উৎপন্ন হয়। যবদ্বীপের বা জাভার চা, চিনি, বোণিওর সাগু, মালাকার জয়ন্ত্রী, জায়ফল, লবঙ্গ প্রভৃতি মসলা এবং ফিলিপাইনের শণ ও তামাক বিশেষ প্রসিদ্ধ। এ দেশের পর্বতসমূহ গভীর জঙ্গলে ঢাকা। সেই সব পৰ্ব্বতের অধিতাকা প্রদেশে সিংকোনা, রাবার, \ সেগুন গাছ প্রভৃতি প্রচুর পরিমাণে জন্মে। রাবারের চাষের জন্য মালয় দ্বীপপুঞ্জ বিশেষ বিখ্যাত। হামের একটি বৌদ্ধ দেবতা মালয় উপদ্বীপের অসংখ্য রাবার গাছ জন্মিয়৷ থাকে। তথায় রাবারের কারবার করিয়া অনেকেই অল্প পরিশ্রমে বিস্তর অর্থ উপাৰ্জ্জন করিতেছেন। এই কারণে যবদ্বীপ, ব্ৰহ্মদেশ, জাপান প্রভৃতি দেশ হইতে বহুলোক সেখানে গমন করিয়া উপনিবেশ امامیهمهمه مهم ماه مهمان محمامه ۹۹8