পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/৩১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যে সকল গ্রহ সৌরজগতে স্বৰ্য্যকে বেষ্টন করিখ ঘুরিতেছে, -- ত স্ম পো যে গ্রহ স্ব যে র নিকটবল্পী, তাহাব নাম 'বুধ’। বুধের আয়তন ক্ষুদ্র এবং তাই স্বর্গোর এত নিকটবর্তী, যে যখন তাছাকে স্বৰ্য্য হইতে সৰ্ব্বাধিক দূরে দেখা যায়, তখনও তাই। স্বৰ্য্যের কিরণজালের সীম৷ অতিক্রম করিতে পারে না, এই জন্য বিশেষ মনোযোগ দিয়া বহুদিন পৰ্য্যবেক্ষণ না করিলে তাহাকে সহজে দেখা যায় না। এই অসুবিধা সত্বেও প্রাচীন হিন্দু, আরবীয় ও গ্রীক জ্যোতিষীদিগের নিকট বুধ বিশেষ পরিচিত ছিল। গ্ৰীক কবিগণ বুধকে নিয়ত স্বর্ঘ্যের কাছাকাছি চলিতে দেখিয়া, তাছাকে স্বৰ্য্যদূত’ নাম দিয়াছিলেন। বুধের ইংরাজী নাম মার্কারি (Mercury) স্বৰ্য্য হইতে বুধের গড় দূরত্ব প্রায় ৩,৫৯,৫৮,••• তিনকোট উনষাট লক্ষ আটার হাজার মাইল ; ইহা স্বৰ্য্য হইতে পৃথিবীর দূরত্বের ১৩ ভাগের ৫ ভাগ মাত্র। এই দূরত্ব সৰ্ব্বদা সমান থাকে না; যখন বুধ হুর্য্যের সর্বাধিক নিকটবর্তী হয়, তখন তাহার দূরত্ব ২,৮৫,৬৯,• • • মাইল এবং যখন সৰ্ব্বাধিক দূরবর্তী হয় তখন ৪,৩৬,৪৭,• • • মাইল হইয়া থাকে। বুধ একবার স্বৰ্য্যকে প্রদক্ষিণ করিয়া আসিবার সময় তাছার দূরত্বে যে পরিমাণ হাসবুদ্ধি ঘটে, অপর ১৬১১ পৃষ্ঠার পর কোন গ্ৰছে সেইরূপ ধটিতে দেখা যায় না। স্বৰ্য্য বুধের কক্ষের যে নাভি৩ে অবস্থিত, কক্ষের মধ্যবিন্দু হইতে তাহ অনেক বেশী দূরে থাকাতেই, স্বৰ্য্য হইতে গ্রহের দুরত্বের এইরূপ বৈষম্য ঘটিয় থাকে। বুধ প্রায় ৮৮ দিনে একবার স্বর্যকে প্রদক্ষিণ করিয়া পাকে। ইহাকে ধদি বুধ-বংসার' বলা যায় তবে দেখা যায় যে আমাদের এক ধংসর পূর্ণ চইতে বুধের চারিবংসরের বেশী লাগে। বুধের কক্ষ পৃথিবীর কক্ষের অভ্যস্তরে অবস্থিত ; এজন্য তাচার আবর্তন কালে আমরা সময় সময় তাহাকে পৃথিবী ও স্বর্ণ্যের মধ্যবৰ্ত্তী দেখিতে পাই । তোমরা চিত্রে মনে কর "স’ স্বর্য, ব’ বুধ এবং ‘প’ পৃথিবী। বুধ যখন ‘ব’ বিন্দুতে থাকে তখন উছ স্বৰ্য্য ও পৃথিবীর মধ্যবৰ্ত্ত হয়। তৎপর এক আবৰ্ত্তন পূর্ণ করিয়া বুধ যখন পুনরায় ‘ব’ বিন্দুতে আসে তখন এক 'বুধ-বংসর পূর্ণ হয়। কিন্তু সেই অবসরে পৃথিবী প, বিন্দুতে গমন করে, অতএব বুধ পুনরায় স্বৰ্য্য ও পৃথিবীর মধ্যবৰ্ত্ত হইতে আরও বেশীদিন লাগিয়া থাকে। গণনা দ্বারা দেখা যায়, যে বুধ ‘ৰ’ বিন্দু ছাড়াইয়া আরও ২৮ দিন চলিলে, অর্থাৎ পৃথিবী যখন ‘প বিন্দুতে গমন করে, তখন ‘ব’ ৰিন্দুতে তাহা স্বৰ্য্য ও পৃথিবীর মধ্যবৰ্ত্তী হয়। এ কারণ বুধকে একবার স্বৰ্য্য মধ্যবর্তী .ب-ر