পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/৩১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- --- শিশু-ভগৱতী ہممممممممممممممم* ইছা হইতে সহজে বুঝা যায়, যে বুধের একাংশ নিয়ত দিন ও অপরাংশে নিয়ত রাত্রি ও দারুণ শীত থাকে । বুধের এক অহোরাত্র আমাদের অহোরাত্র হইতে কিঞ্চিং বেশী। কিন্তু অল্পদিন হইল একজন ইতালীয় পণ্ডিত বহু পরীক্ষার পর ইহা সিদ্ধান্ত করিয়াছেন, যে বুধ স্বর্য্যকে একবার প্রদক্ষিণ করিতেই একবার স্বীয় মেরুদণ্ড ঘুরিয়া যায়। এজন্য তাহার একমুখ নিয়ত স্বৰ্য্যের দিকে থাকে। পৃথিবীর পৃষ্ঠদেশে কোন জিনিষের ওজন যে পরিমাণ হইয়া থাকে, ঐ জিনিষকে বুধের উপর লইয়া গেলে দেখা যাইবে, যে তথায় তাহার ওজন এখানকার অৰ্দ্ধেকেরও কম হুইবে । এখান হইতে কোন জিনিষ বুধে লইয়া গেলে তথায় তাচার ওজন ৭ং ছটাক মাত্র হইবে। ইছার কারণ এই যে, পৃথিবীর পৃষ্ঠদেশে কোন জিনিষ যে বলে পৃথিবী কর্তৃক আকৃষ্ট হয়, বুধের আয়তনের ক্ষুদ্রতা হেতু তাছার পৃষ্ঠদেশে ঐ বল তদপেক্ষ অল্প হইয়। থাকে । বুধের কোন উপগ্রহ নাই। কিন্তু প্রায় ৫৭ বৎসর ধাৰত ইয়ুরোপের কোন কোন জ্যোতিৰ্ব্বিদ পণ্ডিত ইছ বিশ্বাস করিয়া আসিতেছিলেন, যে বুধের কক্ষের ভিতরে অপর একটি ক্ষুদ্র গ্রহ স্বর্যাকে বেষ্টন করিয়া ঘুরিতেছে, তাছা স্বর্যের অধিকতর নিকটবৰ্ত্তী এবং বুধাপেক্ষা অনেক পরিমাণ ক্ষুদ্র হওয়াতে আমরা তাহাকে কোন মতে চক্ষে দেখিতে পাই না। একবার একজন ফরাসী পণ্ডিত দূরবীক্ষণ দ্বারা স্বর্য দেছ পরীক্ষা করিবার সময় দেখিতে পাইলেন, যে তাছার উপর দিয়া একটি কাল বিন্দু চলিয়া যাইতেছে। একজন বিখ্যাত জ্যোতিষী এই সংবাদ পাইয়া ঐ বিন্দুর গতি গণনা করিয়া স্থির করিলেন, যে উহা বুধান্তর্গত ক্ষুদ্র গ্রহ, স্বৰ্য্য ও পৃথিবীর মধ্যৰৰ্ত্তী হওয়াতে একটি কাল বিন্দুরূপে স্বৰ্য্যদেহে প্রকাশ পাইয়াছে। তিনি ইহার নাম 'বৈশ্বানর রাখিয়াছিলেন এবং তাহার গতি দুষ্টে গণনা করিয়া দেখাইয়াছিলেন যে যদি উছা একটি গ্রন্থ হয়, তবে তাছা স্বৰ্য্য হইতে বুধের দূরত্বের প্রায় ৩ ভাগের এক ভাগ দূরে থাকিয়া প্রায় ১৯ দিনে স্বর্য্যকে একবার প্রদক্ষিণ করিতেছে, তিনি উহার আকৃতি দেখিয়া ইহাও গণনা করিয়া - ՀՆԳՆ * ছিলেন যে ঐ গ্রহের বাস বুধের ব্যাসের এক তৃতীয়াংশের বেশী নহে। কিন্তু এ যাবত গ্রহের অপর কোন সন্ধান পাওয়া যায় নাই। সম্প্রতি একজন আমেরিকান জ্যোতিষী নানা যুক্তি দেখাইয় ইহা সপ্রমাণ করিয়াছেন, যে বুধের কক্ষের অভ্যন্তরে কোন গ্রহ থাকার সম্ভাবনা নাই। আমরা সহজ বুদ্ধিতেও ইছা বুঝিতে পারি, যে যেখানে বুধকে চক্ষে দেখিতে এত কষ্ট হয়, সেখানে তাছা হইতেও স্বর্যের নিকটবর্তী এবং তদপেক্ষ ক্ষুদ্র

  • া ছোট গ্ৰছ ।

কোন গ্ৰছ থাকিলে তাহাকে চক্ষেতো দেপ যাইতেই পারে নী, দূরবীক্ষণ দ্বারাও স্বর্য এবং পুথিবীর মধ্যবৰ্ত্তী অবস্থায় স্তর্য্যের গাত্রে একটি কালিমার আকারে, অথবা পূর্ণ স্বৰ্য গ্রহণ কালে তাহার বিম্বের খুব নিকটে ভিন্ন অন্ত কোন অবস্থায় তাহাকে দেখা যাইতে পারে না। বুধ স্বৰ্য্যের ছোট গ্রহ। বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল স্বৰ্য্যকে প্রদক্ষিণ করিতেছে বুধে স্বর্ঘ্যের তাপ এত বেশী যে, তাহাতে জল টগ্‌বগ্‌ করিয়া ফুটিতে পারে। সেখানে স্বৰ্য্যকে আকারে খুব বড় দেখায়—বুধ গ্রহের স্বর্য্য আমাদের স্বৰ্য্যের প্রায় নয় গুণ বড়। বুধ গ্রছে জল নাই, বাতাস নাই, বৃষ্টি নাই, এবং মানুষের বা পশু পক্ষীদের মত প্রাণীও নাই। একথা তোমাদের না বলিলে বুঝিতে পারিয়াছ। বুধ চাদেরই মত জন প্রাণিহীন শুষ্ক গ্রহ। হিন্দুরা বুধকে চক্সের পুত্র বলেন। .