পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/৩৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

米 --- 料 ----------- তাম্রলিপ্ত বন্দরে অনেক মণিরত্ন সংগৃহীত তষ্টত। সেইজন্য এখানকার লোকেরা খুব ধনী ছিল। যুয়ানচুয়াংএর পূর্বে ফাহিয়ান নামে চীনদেশীয় ভ্রমণকারী এদেশে আসিয়াছিলেন। তিনি তাম্রলিপ্ত বন্দরে দুই বৎসর অলস্থান করিয়ছিলেন। ফাঙ্গিয়ান তথা হইতে এক বণিকের জাহাজে সিংহল-যাত্রা কবেন। যুয়ানচয়াং এর পর ইচিংও তাম্রলিপ্ত বন্দরে আসিয়াছিলেন। মুয়ানচয়াং কৰ্ণস্বপূর্ণ নগরে অনেক অধিবাসীব লাস করার কথা বলিয়াছেন। এদেশের ভূমিও উৰ্ব্বপা এবং চাষ দেওয়াব নানা প্রকার পুষ্প উৎপাদন করিত। এখানকাব জলবায়ু এবং অধিবাসীদের বা পঙ্গারও ভাল ছিল। অপিপাসীরা বিদ্যাশিক্ষার জন্য উৎসাহ প্রকাশ করিত। এখানে ও হিন্দ ও বৌদ্ধ দুষ্ট ধৰ্ম্মাবলম্বী লোকই ছিল। দশটি সঙ্ঘারাম, পঞ্চাশটি দেবমন্দির ও অশোক রাজার স্তপের কথা ও জানিতে পাবা লয় । যুয়ানচুয়াং রক্তমৃত্তি সংঘারামও দেখিয়াছিলেন। ইতার গৃহাদি খুব প্রশস্ত ছিল এবং এখানে রাজ্যের প্রধান প্রধান বৌদ্ধ পণ্ডিতগণ বাস করিতেন। গৌড়বীরের প্রভুভক্তি শশাঙ্কের পর অনেকদিন পর্যান্ত গৌড় বা বাঙ্গালার প্রকু ত বিবরণ পাওয়া যায় না । কোন কোন বিদেশী রাজা এদেশ আক্রমণ করিয়াছিলেন বলিয়া জানা যায়। সমস্ত বঙ্গদেশকে গৌড়দেশ পলিলেও, ইতার উত্তর ভাগই বিশেষরূপে ঐ নামে অভিহিত হষ্টত । এই প্রদেশ অনেক সময়ে মগধ রাজ্যের অধীনও ছিল । কান্তকুঞ্জের রাজা যশোবর্ম দ্বিগ্বিজয়ে বাহির হইয়া মগধনাথ বা গৌড়েশ্বরকে নিহত করিয়াছিলেন । অসংখ্য শিশু-ভান্নতী ماه مه ماه হস্তীর অধিনায়ক বঙ্গরাজ ও পরাজিত হইয়া যশোবর্মার অধীনতা স্বীকার করিয়াছিলেন। যশোবন্ম! আবার কাশ্মীরের রাজা ললিতাদিতোর নিকট পরাজিত হন। ললিতাদিতোর কলিঙ্গ জয়ের সময়ে গৌড়েব সামন্ত রাজা তাহার নিকট অনেক হস্তী পঠাইয়াছিলেন। গৌড়েশ্বর নিজে কাশ্মীরে উপস্থিত ও হইয়াছিলেন । ললিতাদিত্য পরিহাসকেশল নামে নারায়ণ মূৰ্ত্তিকে মধ। স্ত রাখিয়া। প্রতিজ্ঞা করিয়াছিলেন যে তিনি গৌড়েশ্বরের ' অঙ্গে ত স্তক্ষেপ করিলেন না। কিন্তু ললিতাদিত সে প্রতিজ্ঞা পালন করেন নাই । গৌড়েশ্বর উষ্ঠ}প আদেশে নিহত হঠয়াছিলেন । এই সংবাদ পাইয়। গোড়পতির লোকেরা তীর্থযাত্র।ছলে কাশ্মীরে প্রবেশ করিয়া পরিহাসকেশবের মন্দির অবরোধ করে । পূজকের মন্দিরের দ্বার রুদ্ধ করিয়া দিলে, গৌড়বীরগণ রামস্বামী নামে রজতনিৰ্ম্মিত আর এক নারায়ণ মূৰ্ত্তি দেখিতে পাইয়। তাঙ্গকে পরিতাসকেশন মনে করিয়া চূর্ণ-পিচুর্ণ করিতে আরম্ভ করে। পরিহাসকেশল তাঙ্গাদের রাজাকে রক্ষা করেন নাই বলিয়া তাহার প্রতি তাতাদের ক্রোধ জন্মিয়াছিল। দেবতার প্রতি ক্রোধ করা যে উচিত নহে প্রভুভক্ত গোড়ীরেরা তখন সে কথা ভুলিয়া গিয়াছিল। কিন্তু তাহারা রামস্বামীকে পরিহাসকেশল মনে করিয়া ভ্ৰম করিয়াছিল। যখন তাহার রামস্বামীর মূৰ্ত্তি ভাঙ্গিতে আরম্ভ করে সেই সময়ে রাজধানী শ্রীনগর হইতে সৈন্যগণ ত্যাসিয়া তাহাদিগকে আক্রমণ করে। কিন্তু গৌড়বীরের রামস্বামীর মূৰ্ত্তি চূৰ্ণ করিয়া একে একে তাহদের হস্তে জীবন বিসর্জন দেয়। এইরূপে গৌড়বীরের প্রভুভক্তি দেখাইয়া অক্ষয় গৌরব লাভ


مم- ماهه- حمامه