পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/৩৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ա.) ক্লিস্থিনিস্—ছিপ্লিয়াসের এথেন্‌স ত্যাগের পর আবার দেশে আত্মকলছ জাগিয়া উঠিল। সমুদ্রকুলের নেতা ক্লিস্থিনিসের সঙ্গে সমতলভূমির নেতা আইসাগোরাসের প্রতিদ্বন্দ্বিতা চলিতে লাগিল। দেশের দরিদ্র জনসাধারণ ক্লিস্থিনিসের সঙ্গে যোগ দেওয়াতে আইসগোরাস নিরুপায় হইয়া স্পার্টার সাহায্য ভিক্ষা করিলেন। স্পার্টার রাজা ক্লিওমিনিস্ (Cleonienes) সসৈন্তে র্তাহার সাহায্যে আসিলে ক্লিস্থিনিস র্তাহাকে কোনরূপ বাধা না দিয়া দেশ ত্যাগ করিয়া গেলেন। কিন্তু দেশের আপামর জনসাধারণ বিদেশী সৈন্তের উপস্থিতিতে ক্ষেপিয়া গিয়া ক্লিওমিনিস্ ও আইসগোরাসকে অবরোধ করিল ও অবিলম্বে তাহাদিগকে আত্মসমর্পণ করিতে বাধা করিল। তখন ক্লিস্থিনিস দেশে প্রত্যাবৰ্ত্তন করিলেন। ক্লিস্থিনিস দেখিলেন দেশে শাস্তি প্রতিষ্ঠা করিতে ইইলে সোলোনের শাসনপদ্ধতির আমূল সংস্কার করা প্রয়োজন। যে ভাবেই হউক বড় বড় বংশ (Clau) ও স্থানীয় দলের প্রভাব খর্ব করিতে হইবে। এই বংশগুলি এক একটি গোষ্ঠর (Tribe) অস্তভক্ত ছিল এবং সাধারণত: তাহারা দেশের কোন বিশেষ স্থানে বাস করিত। গোষ্ঠিগুলির হাতে বিশেষ রাষ্ট্ৰীয় ক্ষমতা থাকতে তাহারা সমগ্র দেশের স্বার্থের দিকে লক্ষ্য না রাখিয়া কোন বিশেষ বংশ অথবা কোন বিশেষ স্থানের অধিবাসীদের সুবিধা ও প্রতিপত্তি স্থাপন করিতে পয়াস পাইত। ফলে আত্মবিরোধ ও দলাদলি দেশে লাগিয়াই থাকিত ; এবং তাহার সুযোগ লইয়া স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তিরা স্বেচ্ছাচারতন্ত্ৰ (Tyranny) প্রতিষ্ঠিত করিতে চেষ্টা করিত। এইভাবে দেশ দিন দিন ধ্বংসের দিকেই যাইতেছিল। শাসনভার হাতে লইয়া ক্লিস্থিনিস সৰ্ব্বাগ্রে পুরাতন চারিটা গোষ্ঠই তুলিয়া দিলেন এবং তাছার স্থানে দশটি কৃত্রিম গোষ্টি স্বষ্টি করিলেন। এই নূতন গোষ্ঠীগুলি এমন ভাবে গড়িলেন যে প্রত্যেক গোষ্ঠীতেই বিভিন্নবংশের ও বিভিন্ন স্থানের লোক রহিল। কাজেই গোষ্ঠীগুলিতে আর কোন বিশেষ বংশ অথবা বিশেষ স্থানের প্রতিপত্তি রছিল না। তাহারা এখন হইতে বংশবিশেষের অথবা স্থানবিশেষের স্বার্থের প্রতি দৃষ্ট না দিয়া সমগ্র দেশেরই কল্যাণ সাধনে তৎপর হইবে। বংশগুলিও ছত্রভঙ্গ হইয়া আর নিজেদের স্বার্থ অথবা প্রভাব স্থাপন করিতে সমর্থ হইবে না। এইভাবে ক্লিস্থিনিস র্তাহার