পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/৩৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: শিশু-ভারতী ইহঁতেও ঈজিন, মেগারা ও ইডবিয়া হইতে সম্বাদল আসিয়া তাহদের সঙ্গে যোগ দিল । এথেন্স ও প্লেটিয়া অ্যারিষ্টাইন্ডিসের অধীনে সৈন্ত পঠাইল । প্লেটয়া নগরের সন্নিকটে, আসোপাস (Ascpus) on 8 fooz" oz (Mount Cithaeron) মধ্যবর্তী স্থানে গ্রীক ও পারসিকদের মধ্যে গগণ যুদ্ধ হয়। মার্দনিয়াস যুদ্ধক্ষেত্রে প্রাণ চারাইলে পারসিক সৈন্সের ছত্রভঙ্গ হইয়া পড়ে। তথম আহবাজাজ তাছার অধীনস্থ গৈল্প লষ্টয়া বওশিয়া পরিত্যাগ করিয়া হেলেম্পন্টের দিকে অগ্রসর হন। ইয়োরোপীয় গ্রীস পারসিক আক্রমণের হাত ১ছতে রক্ষা পায় । এদিকে পারস্তের নৌবাহিনী স্তামসূদ্বীপের কুলে অবস্থান কপিতেছিল। সমুদ্রের অন্ত কুলে *::::::: *záis." (Cape Mycale) একটি বিরাট পরস্ত সৈন্যবাহিনীও যুদ্ধের জন্য প্রস্তুত ইয়া অপেক্ষা করিতেছিল। রাজা লিওটিকষ্ট ৮াসের (Leotychidas) নেতৃত্বে গ্ৰাকনৌবাহিনী স্তমসূদ্বীপ অভিমুখে যাত্রা করিল। গ্রীকনৌবাহিনীকে আসিতে দেখিয়া পারস্ত রণপোতগুলি স্তামস পরিত্যাগ করিয়৷ মাইকেলে গমন কবিল। এখানে গ্রীকদের আক্রমণের ভয়ে ৩।খারা জাহাজ গুলি তীরের কাছাকাছি নোঙ্গর করিম রাখিল এবং তাহার সম্মখে একটা প্রাচীর গাড়। কপিল। গ্রীকের সেপানেও তাছাদের পশ্চাদ্ধাৰণ করিয়া পাবসিকদের পরাস্ত করিল ও তাছাপেল যুদ্ধের জাহাজগুলি ধ্বংস করিল। তখন পেলোপনেসিয়ের লিওটিকাঠডাগের অধীনে দেশে ফিরিস গেল ; কিন্তু এথেনীয়েব। জাস্থিপাসের (xanthippus) নেতৃত্বে হেলেম্পন্ট অভিমুখে যাত্রা করিল। গ্রীক ঐতিহাসিক হিরোডোটাস বলেন,— পারসিকদের এই রূপ ঈশ্বশ পরাজয়ে উৎসাহিত ইষ্টর এমিমার কোন কোন নগরের গ্ৰাকৃ অধিবাসীর দ্বিতীয়পাল পারসিকদের বিরুদ্ধে বিদ্ৰোছ ❖ ዓ¢ ' করিয়াছিলেন।—এই যুদ্ধের বিবরণ লিখিয়াই ঐতিহাসিক fer*ft&f3* ( Herodotus) έετα ইতিহাসের নবম খণ্ড সম্পূৰ্ণ করেন। হিরোডোটাস আহমানিক ৪৮৪ খৃ: পূ: জন্মগ্রহণ করেন। কাজেই প্লেটয়ার যুদ্ধের সময় পিওনিয়াস নিৰ্ম্মিত ভয় বিজয়িনীমূৰ্ত্তি খৃঃ পূঃ পঞ্চম শতাপ তিনি কেবলমাত্র পাঁচবছরের বালক ছিলেন । কাজেই এই যুদ্ধের কথা লিখিতে তষ্ঠার সে সময়কার জীবিত লোকদের সাহায্য গ্রহণ করিতে হইয়াছিল। হয়ত সে যুদ্ধে যে সব সৈনিকের যোগদান করিয়ছিলেন, কিংবা অন্য কোনও প্রত্যক্ষদশী জ্ঞানী ও বিবেচক নাগরিকের কথার উপর নির্ভর করিয়াই উহাকে এই যুদ্ধের বিবরণ লিখিতে হইয়াছিল। - - - ------ +++++++