পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/৪১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিশু-ভারতী শতাব্দীর আবিষ্কার লঙ্গে। নবম খৃষ্টাব্দে চীন দেশে গজী মুদ্রার চলন ছিল । তাছার পূৰ্ব্বে ছিল কিনা ঠিক বলা যায় না। প্রাচীন আসিরিয়া ও ব্যাবিলনে ইহার ব্যবহার ছিল। প্রাচীন ভারতে ইছার চলন ছিল কিনা জোর কবিয়া বলা ধায় না। বর্তমান সভাসমাজে মুদ্রাহিসাবে কাগজই প্রধান স্থান অধিকার করিয়াছে। মোট টাকার কারবার কাগজী মুদার সাহায্যেই সংঘটিত হয় । তবে বিভিন্ন দেশে নোটের ব্যবহার বিভিন্ন, কেন কোন দেশে খুব কম মূল্যের মোট ছাড়া হয় ; এই আমাদের দেশেই কিছুকাল পূর্বে এক টাকার নোট প্রচলনের চেষ্টা ৮ইয়াছিল। আবার কোন দেশে বা শুধু মোট টাকার নোটই ছাড়া হয়। যে দেশের পাও• সাধারণত: নেট দিয়া মিটানো হয় cन ८५८* ३2|९ भूनि cन*ी .म|8 gफ़| श्छ, "[१] হইলে টাকাকড়ির বাজারে বিপৰ্য্যয় উপস্থিত श्*ः । আজকাল উন্নত দেশগুলিতে ধাতুমূদ্র বা নোটের বদলে দেনা-পাওনা মিটানোর সময় চেকই বেশী চলে। ব্যাঙ্কে টাকা জমা রাখিলে বাঙ্ক সাধারণত: একখানা চেক বহি দিয়া থাকে। এই চেকে টাকার পবিমাণ লিখিয়া সই করিয়া দিলে, ব ক্ষে, দাদা করলেই সেই পরিমাণ টাকা দিয়া থাকে। চেক্‌ গুলি হইল ব্যাঙ্ক হইতে টাকা উঠাইবার ক্ষমতার সার্টি ফকেট । এথন ধরা যাক তুমি পিণ্ট কে ১০০ টাকা দিতে চাচিতেছ। তুমি তাছা হইলে পিণ্টকে সঙ্গে করিয়া ব্যাঙ্কে লইয়া গিয়া চেক ভাঙ্গাইয়া নগদ টকা করিয়া ১০০ টাকা পিন্টকে দিবে। তুমি আর এক কাজও করিতে পার। দু’জনে বন্ধে না গিয়া তুমি পিন্টকে - - - - - -


১০০ টাকার একখানা চেক লিখিয়া দিতে পার। পিণ্ট, নিজেই চেক ভাঙ্গাইয় নগদ টাকা লইতে পারে বা নিজ ব্যান্ধে জম) দিয়া দিতে পারে। ফল এই হইল যে ব্যাঙ্কের খাতায় তোমার নামে ১১০২ টাকা খরচ পড়িল ও পিন্টর নামে সেই টাকা জমা ছইল। এই পন্থ অবলম্বন করিলে নগদ টাকার বদলে চেকই হাতফের করিবে । এইখানে বলিয়া রাখা ভাল যে প্যান্ধের চেক্‌ ভারতে এখনো সুপ্রচলিত নয়। ইংরাজ সমাজে সপ্ত"হে গড়পড়ত। ১৫০ ক্রোড় টাকার চেক্ দরকার ষ্টর : দিনে তাছা হইলে ইংরেজ নর-নারী, বেপারীই চউক বা সাধারণ গৃহস্থই ইউক ১a • কোট টাকার চেক বালছ1র করে। পূৰ্বেই বলিয়াছি যে কোণ কোন ব্যান্ধের নোট ছাডিণর ক্ষমতা আছে ; বাঙ্ক যে নোট ছাড়ে, তাই কে ব্যাঙ্ক-শে{ট কহে । ব্যাঙ্ক মোট ও চেক দুইই শপথ পত্র ; নোটের বেলায় ব্যাঙ্ক শপথ করে টাক। গিটাই য়া দিবার অার চেকের বেলায় শপথ কবে ব্যক্তি বিশেস । ভারতের রিজfভ ব্যাঙ্ক যদি ১০২ টাকার মোট ছাড়ে, তাহ চইলে বুঝিতে হইবে যে রিজার্ভ ব্যাঙ্ক শপথ করিতেছ যে, তুমি যদি ঐ ১০২ টাকার বদলে দশটি ধাতব মুদ্র দাবী কর তাই। হইলে ব্যাঙ্ক তাছা তৎক্ষণাৎ দিতে প্রস্থত আছে । কিন্তু মনে কর আমি তোমার নামে ১০২ টাকার এক চেক লিখিয়া দিলাম ; ইছার অর্থ এই যে, আমি তোমায় ১০২ টাকা দিতে শপণ করিতেছি ; তুমি ঐ চেক আমার ব্যাঙ্কে দাখিল করিয়া ১০২ টাকার দাবী করিলেই ব্যাঙ্ক তাহ তৎক্ষণাং দিবে। २१७७ که همه ج-هم--هم- حمامه