পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/৪১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

+【++→ x! ------ হইতেই ঘরের দেয়ালের উপর কোথা হইতে যেন এক ঝলক আলো আসিয়া পড়িল -সেই আলোর রেখাটুকু ঘরেল দেয়ালের এপার-ওপার ঘুরিয়া বেড়াইতে লাগিল—তারপর একবার কড়ি কাঠে আর একবার মেঝের উপরে উঠা-নমা করিতে লাগিল। এই আলোর উঠা-নামীর সঙ্গে সঙ্গে টুংটং করিয়া বড় চমৎকার মল-বাজার মত একটা আওয়াজ হইতে লাগিল—সে আওয়াজে মানুষের চোখে আপন! আপনিই ঘুম নামিয়া আসে —এত মধুর আর মিষ্টি সেই আওয়াজ! এই যে মধুর আওয়!জ হইতেছিল উ*। টঙ্কার বেগের পায়ের তাওয়াজ-আর সই যে আলো ঘরের মধ্যে দে:র-ফের পরিতেছিল তাই টঙ্কার বেলের দেহের অপুৰ্ব্ব দীপ্তি। টঙ্কার বেল একটি পরী—সে ঐ অদ্ভুত মুণ্ডিটার অঙ্গান শুনিয়া তাহার ছায়া বুজিয়া দিতে আসিয়াছিল। টিক্কার বেল মূৰ্ত্তিটাকে বলিয়। দিল যে তাহার ছায়া দেরীজের ট:ণর মধ্যে রাখা আছে । છtatત્ર નફ્રામ બાફેમાં હિરેં. કાકા ઝાfક કૃત્તિા গিয়া দেরীজের টানা খুলিয়া তাহার ৫ায়াটি বাহির করিয়া ফেলিল। তারপর আ- নে মশগুল হইয়াসে সেই ঘবের মধ্যে নাচিয়। গাঠিয়া বেড়াইতে লাগিল আর টঙ্কার বেলও তাছার নাচের তালে তালে তাহার পা ফেলিয়া টুংটং আওয়াজ করিতে লাগিল। আনন্দে উল্লসিত টিম্বর বেলকে তথন দেখাইতেছিল ঠিক যেন একটি আলোয় আলোকি ৩ উজ্জল প্রজাপতি । কিন্তু খানিক পরেই সেই মৃত্তিটার সব আনন্দ কোথায় যেন মিলাইয়া গেল। তাহার নিরানন্দেব কারণ এই যে তাহ'র ছায়াটা আগের মত শর ত}হার সঙ্গে সঙ্গে থাকিতেছিল না। উষ্ঠা কেবলই তাহার কাছ হইতে ছিন্ন হুইয়া সাত হাত দূরে প৬িয় থাকিতেছিল। ছায়াট। তাছাকে অমুসরণ করিতেছে না পেথিয়া মূৰ্ত্তিটা বড়ই দুঃখিত श्ण-३::५१ ८st:8 न ८वsाद्री १न नि॰र्य ३३१] একপাশে গিয়া পশিয়। কঁদিতে চুরু করিল। ঠিক সেই যুক্তস্তে ওয়েfগুর ঘুম ভাঙ্গিয়া গেল। জাগিয়া উঠয়। ওয়েণ্ডি তাহদের ঘরের মধ্যে সেই মূৰ্ত্তিটি ও টিস্কর বেলকে দেখিয়৷ ভয় পাইল न1 cभाc६३ ।। বরং সে ছিান হইতে डेxिग्न মূৰ্ত্তিটার কাছে গিয়। তাছাকে জিজ্ঞাসা করিল, শিশু-ভারতী "ईJ उtई क्लनि रुंन्छ ८कम ? ८ठागात्र नागौिहे বা কি ?" মুক্তিটা ওয়েণ্ডিকে তাছার দু’গের কারণ ৰলিয়া বলিল, আমার নাম পিটার প্যান ।” পিটার প্যাণের কথা শুনিয়া ওয়েশুি স্বচ স্থত। অনিয়া সেই ছায়াটাকে পিটার প্যানের দেহের সঙ্গে সেলাই করিয়া জুড়িয়া দিল। এই বার পিটার প্যান আবার আলাদে আটপনা ইয়। ঘরের মেঝের উপর নচিয় বেড়;টতে লাগিল— এবার আর তাহার ছায় তাহার দেহ ছষ্টতে আলাদা গুইরা বিচ্ছিন্ন হইল না উঠা ত:খর সঙ্গে সঙ্গে অনুসরণ করিতে লাগিল। এইণর পিটার পান ওয়েণ্ডিকে তাঙ্গর পরিচয় দিতে অ}র" করিল। সে বলিল যে তষ্ঠার পরীর রাজ্যে থাকে- সেখানে সবাই চির নবীন। সেখানে ত:স্থারই মন্ত্র অনেক ছোট ছোট ছেলে আছে। পৃথিবীর যত হারিয়ে-ধাওয়া ছেলে তাঙ্গারা সবাই সেই পরীর রাজ্যে গিয়া জোটে আর সেখানেই তার বাস করে। তাছাদের সঙ্গে সেখানে অনেক পরীও থাকেআর, পরীর রাজ্যে তাহর বাস করে বলিয়া তাelর চিরদিনই বালক, তাছারা আর কখনও বাড়িয়া উঠিয়া যৌবন বা বদ্ধক্যের মুখ দেখিবে ন। সেখানে সবাই সৰ্ব্বদা খুব খুশী । কেবল একটি জিনিসের জঙ্গ পরীরাজ্যের সব ছে:লর মাঝে মাঝে বড় দুঃণিত হইত। তাহদের অভাব কিছুরই বিশেষ ছিল না, কেবল মায়ের আদরসত্ব ও স্নেহ মমতা পাইবার জন্ত তাহারা বড় ব্যাকুল হইত। সেই চিরনবীন পরীবাজ্যের ছেলেরা মায়ের অভাব বড়ই অম্বু হুল পরিত। ওশেণ্ডি বিজ্ঞাসা করিল যে সেখানে কি এমন কোন ছোট মেয়ে নেই যে সেই ছোট ছোট ছেলেদের মায়ের মর্ত হইয়া থাকিতে পারে ? ওয়েশুির এই প্রশ্নের উত্তরে পিটার পান বলিল, “- সেখানে এমন কোনও মেয়ে নেই।" তারপর গে একটু চুপ করিয়া বলিল, *আচ্ছ ভাই ওয়েণ্ডি, তুমিষ্ট চল মা আমাদের দেশে—সেখানে গিয়ে তুমি আমাদের মা হয়ে থাকবে,—আমাদের সবাইকে ভালবাসবে স্নেই যত্ন ও আদর করবে মায়ের মতন ।" ঠিক এই সময়ে ওয়েণ্ডির ভায়েদের ঘুম ভাঙ্গিয়া গেল। তাহারা ঘুম হইতে উঠিয়া দেখিল · ዓፄ•