পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/৪২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পিটার প্যান বাহির হইতে যাইলে তখন তাহারা উহাদিগকে আক্রমণ করিবে-আর, বিশেষ করিয়া পিটার প্যানকে শাস্তি দিবে। কিন্তু এত সব ব্যাপার যে ওদিকে ঘটিয়া গেল তাহার এতটুকু খবরও ঘূণাক্ষরেও ছেলেগুলির কানে পৌছায় নাই। তাছারা তখন খুৰ মনেযোগ দিয়া ওয়েশুিকে পিরিয়া বসিয়া তাহার কাছে অনেক সুন্দর গল্প শুনিতেছিল ! বাস্তবিক ওয়েশুি অতি অল্পদিনের মধ্যেই ছেলেগুলিকে মায়ের মতই ভালবাসিয়াছিল ছেলে গুলিও ওয়েধিকে তাহদের মায়ের মতই ভক্তি করিত-শ্রদ্ধা করিত ও ভালবাসিত । তাহারা ওয়েণ্ডির সব কথা শুনিত । ওয়েণ্ডিও তা দেল অস্থ-বিস্থে তাহদের খুব সেবা যত্ন করিত—তাহীদের ওষুধ-পথ্য দিত। তাহ ছাড়া মাত্র নয় বৎসরের মেয়ে ইয়া সে যেভাবে মায়ের মত সেই ছেলেগুলিকে সমুপদেশ দিত আর তীখাদের বিছানাপত্র করিয়া তাহাদিগকে পরিষ্কারপরিচ্ছন্ন রাখিত তাঃ দেখিলে অবক হইয়া ধাইতে চয়। যে-রাত্রে জলদসু্যরা রেড ইণ্ডিয়ানদের হারাইয়া দিয়া ছেলে গুলিকে খিরিয়া ফেলিয়াছিল সেই রাত্রে ওয়েণ্ডি পরীরাজ্যের ছেলেদেরকে খলি৩েছিল যে পৃথিবীর সব ছেলেমেয়েদের সব চেয়ে বেশী ভালবাসেন তা ছাদের মা-বাবারা। এই কথা বলিয়া সে বলিল যে তাহীর মা বাবাও নিশ্চয় তাহীদের ছেলেমেয়েদের হারাষ্টয়া দু:খে-শোকে এতদিনে পাগলের মত হইয়াছেন। এই কথা শুনিয়া মা-বাবার জন্য ওয়েণ্ডির ভাইয়েদের বড় মন-কেমন করিয়া উঠিল—তাহারা ওয়েশুিকে বলিল, “দিদি, চলনা ভাই ! আমরা একবার আমাদের মায়ের কাছে ঘুরিয়া আসি ।” ওয়েশুিও তাচার মা-বাবার কাছে ফিরিয়া যাইবার জন্য ব্যস্ত হইল, সে বলিল, “ই ভাই ! বহুদিন হয় আমরা মা-বাবার কাছ-ছাড়া। এখন একবার আমাদের তাছাদের কাছে ফিরে যা ও য়া উচিত । ওয়েশুি ফিরিয়া যাইবে শুনিয়া পরীরাজ্যের যত সব মা-হারা ছেলেরা দুঃখে একেবারে মুসড়িয়া পড়িল—তাহারা ভয়ানক কমাকাটি বরিতে লাগিল। তাহাদের দুঃখ দেখিয়া ওয়েণ্ডি বলিল


“তোমরা কেঁদোনা। চলনা তোমরা অামার সঙ্গে । আমাদের বাড়ীতে থাকবে -আমাদের মা-বাবাকে তোমাদের মা-বাবার মত দেখবে। আমার মাবাবা তোমাদের পেয়ে খুব খুশী হবেন নিশ্চয়। আমরা তখন তাহ’লে সবাই মিলে-মিশে থাকবে। কি বল ?” ওয়েশুির কথায় পরীরাজ্যের সব ছেলেরা তাঙ্কার সঙ্গে যাইতে রাজী হইল। কেবল রাজী হইল না পিটার প্যান। সে বলিল, “আনি পৃথিবীতে গিয়া থাকতে পারবো না। আমি এই পরীরাজ্যে পরীদের গান শুনে-–পীর শিষ শুনে চিরনবীন ছ'য়ে থাকতে চাই । আt:Iাকে তোমরা তোমাদের সঙ্গে সেতে বল না ।" অগত্যা পিটার প্যানকে সেই পরীরাজ্যে রাখিয়া ওয়েণ্ডি পরীরাজ্যের অন্ত" ছেলেদের লইয়া রওনা হইল। ওয়েণ্ডিয় উপর পিটার প্যানের খুব একটা মায়া-মমতা ছইখছিল। তাই সে যখন পিটার প্যানের কাছ হইতে বিদায় লইল তখন ছু'জনেই খুব দুঃখিত হইল। সেদিন পিটার প্যানের শরীরটা একটু খারাপ ছিল। সেই জন্য ওয়েশুিদের আগষ্টয়া দিয়া আসিতে পারিল না। ওয়fগু যাইবার সময়ে এক শিশি ওষুধ পিটারের হাতে দিয়া বার বার করিয়া তাছাকে বলিয়া গেল যে সে যেন পরদিন সকালে উঠিয়াই উহা খায়। পিটার প্রতিজ্ঞা করিল যে সে সকলে উঠিয়াই উ হা খাইবে । ওদিকে ওয়েশুিরা যেই না বনের ধারে গিয়া উপস্থিত হইয়াছে অম্নি সেই ডাকাত-সর্দরেবর ছকুমে ডাকাতের হুড়মুন্ড করিয়া ছেলেগুলির উপর আসিয়া পডিয়া তাহাদিগকে ধরিয়া ফেলিল । কারণ, ছেলেগুলি ত আর জনিত না যে সেখানে তাহদের বন্ধুর মত সেই রেড, ইণ্ডিয়ান দল মেই—সেখানে যে ডাকাতের সব ওৎ পাতিয়াছিল যাহা হউক, তাহারা ত ডাকাতের হাতে পড়িল। ডাক তেরা সেই ছেলেগুঙ্গিকে আর ওয়েণ্ডিকেও মুখ চাপিয়া ধরিয়া একেবারে ভূtছাদের জাহাজে লইয়া গিয়া হাজির করিল। এই ব্যাপার যে ঘটিল তাহ পিটার একেবারেই টের পাইল না। এইবার ডাকাত-সর্গার রওনা হইল পিটার প্যানের দফা শেষ করিবার জন্ত । ᎓ዓፄ¢