পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/৪৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেশ-বিদেশের জাতীয় সঙ্গীত এ বিংশ শতাব্দী মোরা গড়িয়া করিল নবযুগ ; আজি ভরি’ বার্যাবন্ত দৃপ্ত শত মানবের বুক জাগিছে এক অাশা ধ্বনিয়া উঠিছে এক স্থল— “গড়িব নূতন পৃথ, নব স্বৰ্গ, গ্লানি করি দুর।" দাসত্ব-বিনত পিষ্ট লক্ষ চিত্ত স্বদেশের মম জাগুক হাতু্যচ্চ গণে কায়াটাং হিমালয় সম । নাপ্পলে গুঞ্জ, গুয়াশিংটন, বিমুক্তির দেয় সমান, এসিয়ার কোটি চিত্তে মৃত্ত তg, করে শক্তিমান ; ঙ্গে তিgান, আদি পিতা, কোথা পথ, দ{৪ তে অভয়, এস মুক্তি, স্বাধীনতা, কবে ত্রণ, জয় তব জয় ৷ রণ-সঙ্গীত કે -ા 1ત મામિ છે. જનન તન-મ : • জাগো শুষ্টি জাগে, জাগে ত বসু, হাজার জার, বরিতে নপান উজ্জল যুগ ও আগুসার ; চল দলে দল, চল দৃঢ় পদে, নঠিক ভয়, চল চল হর, স্বায়ের যুদ্ধে লভিতে জয় ; হৃদয়-শোণিতে কিনিব সে জয় কামা অতি, এ সাগর হতে অপর সাগর জানবে নতি । এ সারা ইতালা জুড়িয়া আমরা সকলে ভাই, এক ভাষা আর এক শুখ আশা, দ্বিতীয় নাই । যৌবন ওঠে যৌবন, তুমি মধুর প্ৰিয়, তে সুন্দরের পরম বিকাশ, হে লোভনীয় ! তোমারি লালার স্মৃত্তি এ ফার্সিষ্ট-বল, এ বল করিবে মুক্ত দেশের দাসের দল। এই বলে বলী জাগ্ৰত আজি স্বদেশ নোর লাঞ্ছনা ক্লেশ আর না সহিছে দুঃখ ঘোর । নেপোলিয়ান নবীন জীবনে জেগেছে আজিকে স্তপ্ত দেশ, গরীয়ান আজি মঙ্গীয়ান সে যে দুগু-বেশ ! জীবন-মশাল উজ্জ্বল করি' উচ্চে জালো' ঘুচিবে সাধার, অভিমান-পথ হইলে আলো চল দৃঢ় ধীর চল সুস্তির শাস্ব-গতি, মুক্তি লভিবে তবে ত পূর্ণ শুদ্ধ-জ্যোতি । পরিখ-গহবরে রজনী জাগিয়া কাটিয়া পথ গুলির দাহন দলিয়া চলিব, কে করে রদ ? বহিয়া বসিয়া পতাকা আমরা চলিব ড্র ত, সমর-ঘূর্ণ মথিয় রঙ্গিল পতাকা পূত ; বিজয়-লক্ষ্মী লবেন পতাক।--দণ্ড তার ; মানুষ আমরা মানুষের মত দুনিবার। মোদের ইতালী-ইতালা বলিছে- 'কর রে রণ', ইতালীর নামে লড়িয়া জিনিব দুৰ্দ্দমন । যৌবন ওতে যৌবন, তুমি মধুর প্রিয়, হে মুন্দরের পরম বিকাশ, হে লোভনীয়। ՀԳեծ