পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/৪৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিশু-ভারতী সিংহল ওই সিন্ধুর টিপ সিংহল দ্বীপ কাঞ্চনময় দেশ ! ওই চন্দন যার অঙ্গের বাস, তাম্বুল-বন কেশ । যার উত্তাল তাল-কুঞ্জের বায়—মস্থর নিশ্বাস ! আর উজ্জল যার অম্বর, আর উচ্ছল যার ছাস ! ওই শৈশব তার রাক্ষস আর যক্ষের বশ, হায়, আর যৌবন তার সিংহের বশ,—সিংছল নাম যায় এই বঙ্গের বীজ গুগ্রোধ প্রায়-প্রাস্তর তার ছায়, আজ বঙ্গের বীর ‘সিংহের নাম অস্তর তার গায়। আর কাঞ্চন তার গৌরব, আর মৌক্তিক তার প্রাণ, আর সম্বল তার বুদ্ধের নাম, সম্পদ নিৰ্ব্বাণ । সিংহল দ্বীপটী ভারতবর্ষ হইতে মান্নার উপসাগর এবং পকৃপ্রণালী দ্বারা পৃথক হইয়া আছে। তবে সমুদ্রগর্ভে লুক্কায়িত শিলাপাথর ইত্যাদির দ্বারা ভারতবর্যের সহিত সংযুক্ত। রামেশ্বর দ্বীপ এবং মান্নার দ্বীপ ভারতের ও সিংছলের সহিত রেলপথ দ্বারা সংযুক্ত। এই দুই দ্বীপের মধ্যে যে প্রণালী রহিয়াছে তাহ মাত্র ২১ মাইল বিস্তৃত এবং এই প্রণালীর মধ্যে প্রায় সাত্ব মাইল দীর্ঘ আদামস ব্রীজ ( Adams જન્મ দাগোব।—অবয়গিরি-অকুরাধপুর ওই বঙ্গের শেষ কীর্তির দেশ সৌরভময় ধাম । কাঠ, শঙ্কর যার বঙ্গল-বাস, সিংহল যার নাম । যার মন্দির সব গম্ভীর,—তার বিস্তার ক্রোশ দেড় ; যার পুষ্কর মেঘ পুষ্করিণীর দশক্রোশ ঠিক বেড়। ওই ফাল্গুন আর দক্ষিণ বায়—সিংহল তার ঘর, হায় লুন্ধের প্রায় সিংহল ধায় বঙ্গের অস্তুর ; ছিল সিংহল এই বঙ্গের, চায়, পণ্যের বন্দর, ওগো বঙ্গের পর সিংহল রাজ-কন্তার হয় বর। ওই সিংহল দ্বীপ স্বদর, খাম –নিৰ্ম্মল তার রূপ, তার কণ্ঠের হার ল’ঙ্গর ফুল, কপূর কেশ-ধুপ ; বা সেতুবন্ধ নামে একট প্রবাল দ্বীপ (coralsreef ) রহিয়াছে। ইহার উপর পুল তৈয়ারী করিয়া সিংহল ও ভারতবর্ষকে যুক্ত করিবার চেষ্টা হইতেছে। বোধ হয় শীঘ্রই তাছা হইবে । সাধারণ 'বিবরণ—সিংহল দ্বীপট দেখিতে কেমন তাহা মানচিত্রে বেশ ভাল করিয়া দেখিতে পাইবে। দেখিতে কি অনেকটা হাসপাতি ফলের মত নয় ? সিংহল আকারে প্রায় ২৫,০০০ বর্গ মাইল। আয়রল্যাও হইতে আকারে কিছু ছোট । লি হলের উত্তর ভাগ বিস্তৃত সমতল ক্ষেত্র। এই সমতল ভূ-ভাগের মধ্যে এমন অনেক দুর্ভেদ্য বনজঙ্গল রহিয়াছে যে সেখানে প্রবেশ করা একরূপ ՀԳծ8