পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*== ::: ومتتاليتي 7 م . কুমার গুপ্তেব রাজত্বের শেষ ভাগে, গুপ্ত সাম্রাজা পরাক্রাস্ত পুযামিত্র ও তৃণজাতি কত্ত্বক আক্রান্ত হইয়াছিল। পু্যমিত্রের সহিত যুদ্ধে সমাটেপ সেন। পরাজিত হইলে যুবলাজ ভট্টারক সুন্দ গুপ্ত বহুকষ্টে তাহাদিগকে পরাজিও করিয়াছিলেন। গাজিপুর জেলায় ভিটাবি নামক স্থানে একটি স্তম্ভগাত্রে খোদিত লিপি হইতে অবগত হওয়া যায় যে যুবরাজ স্কন গুপ্ত “পিতৃকুলের বিচলিত রাজলক্ষ্মীকে স্থিল কলিবাস জন্য এক রাত্রি ভূমিশয্যায শগুণ করিয়াছিলেন।” অর্থাৎ যুবরাজকে বণক্ষেত্রেই রাশি অতিবাহিত করিতে হইয়াছিল। তাছার পর পিতার মৃত্যু হইলে আপনার বাহুবল দ্বাবা শত্রুদিগকে পরাজিত করিয়া ও "বিচলিত কুললক্ষ্মীকে” পুনরায় প্রতিষ্ঠিত করিয়া তিনি সাননে, "দেবকীপ নিকট শ্ৰীকৃষ্ণেব দ্যায়” সাএনমুনা জননীর নিকট উপস্থিত মাছিলেন। অর্থাৎ শ্ৰীকৃষ্ণ যেমন শত্রুদিগকে পরাজিত করিখ মাতা দেবকীর নিকট গিয়াছিলেন সেইরূপ মাতৃভক্ত বিজয়ী বীর সর্বপ্রথমে জননীর নিকট বিজয়বাৰ্ত্তা বহন কলিয়াছিলেন ও জননীব চক্ষু হইতে সন্তানের বীরত্বে আননাশ ঝরিয়া পড়িয়াছিল। . o - - - - o o, jor a. NË... -*. T מיכאל". איירפל --- এইরূপে স্কন্দ্ৰগুপ্ত ধোর বিপদের সম্মুখীন হইয়া সিংহাসনে আবোহণ করিয়াছিলেন। কিন্তু তিনি বিশেষ ধৈয্যের সহিত ব৮ি:শক্রর সহিত যুদ্ধ করিয়া বিপন্মুক্ত হঠয়াছিলেন। বহিঃশত্রুদিগের মধ্যে পুযামিত্রদের বিষয় কিছুই জানা যায় না। তৃণদের বিষয় ইতিহাসে অনেক কিছু জানা যায়। ইংরে। একটি যাযাবর জাতি ছিল। মধ্য এশিয়ার মরুপ্রাস্তব ১ষ্টতে নির্গত ইষ্টয় তাহারা দুইটি দলে বিভক্ত হইয়াছিল। একটি দল ইউরোপের দিকে গমন কবিয়াছিল ও অন্ত দল অক্সস্ নদীর অধিতাকায় বাস করিয়াছিল। এই দ্বিতীয় দলটি ইতিহাসে শ্বেতত্ত্বণ বলিয়া প্রসিদ্ধ। শ্বে তহ্ণের সমগ্র মধ্য এশিয়ার বিস্তৃতহইয়া পড়িয়াছিল ও পারস্তদেশ জয় করিয়া গুপ্তসাম্রাজা আক্রমণ করিয়াছিল। স্কন্দগুপ্ত হুণদিগকে পরাজিত করিয়া পিতৃরাজ্য রক্ষা করিয়াছিলেন। কিন্তু তাছার পরাজিত হইয়। উত্তরাপথ আক্রমণে ३ि३ठ ९ग्न नाइँ । ७३छच्न झन७१:क ३िt"६ সাবধানতার সহিত রাজ্যের প্রান্তসকল রক্ষার নিমিত্ত ব্যবস্থা করিতে হইয়াছিল। তিনি সৌরাষ্ট্র দেশের শাসনের ভার পর্ণদত্ত নামক সুযোগ্য অমাত্যের উপর অর্পণ করিয়া নিশ্চিন্তু হইয়াছিলেন।