পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

wt=seTY-ویهf> <t বুধ গুপ্ত নিজের পূৰ্ব্বপুরুষদের গৌরব রক্ষা করিতে সমর্থ হইয়াছিলেন, তিনি প্রায় কুড়ি বৎসর নিবিবাদে বাজ্য পরিচালনা করিয়াছিলেন। শিলা, লিপির প্রমাণ হইতে অবগত হওয়া যায় যে বুধগুপ্তেব অধিকার পুণ্ড,বদ্ধণভুক্তি ( উত্তরবঙ্গ ) ও কাশীতে অক্ষুণ্ণ ছিল । পুৰ্ব্বমালব ও তাছার অধিকারভুক্ত ছিল। এরণের শিলালিপি হইতে জানা যায় যে ৪৮.৪ গুপ্তাব্দে যখন মছাবাজ মুরশ্মিচন্দ্র কালিন্দী ও নর্মদার মধ্যবৰ্ত্তী দেশে শাসন করিতেছিলেন, তখন সমাটের আশ্রিত অরিকিণের (পূৰ্ব্বমালবের) শাসনব ত্ত, মহারাজ মাতৃবিষ্ণু ও র্তাহার পাতা ধন্তবিষ্ণুও ভগবান বিষ্ণুর পঞ্জ স্তম্ভ নিৰ্ম্মিত করাইমাছিলেন। হা হইতে জানা যায় বুধ গুপ্তের সামাজো-পুৰ্ব্বমালব ও মধ্যভারত অস্তগত ছিল । আবাব এবণের দ্বিতীর্ঘ শিলালিপি হইতে অবগত হওয়া ধায় যে, মঙ্গাপ্লাজাধিরাজ কণ সম্রাট তোরমাণের প্লাজত্বের প্রথম বর্ষে মাতৃবিষ্ণুর মৃত্যুর পর তাহার অম্বুজ ধন্যবিষ্ণু ভগবান বরাহের মন্দির নিন্মাণ করাইয়াছিলেন । ইহা হইতে জানা যায় যে, ১৮৪ খৃষ্টাব্দের পর পুঘমালব শকষ্টক অধিকৃত হইয়াছিল। তণেরা এখন পশ্চিমমাধব ইষ্টতে পুৰ্ব্বমানবাভিমুখে বীরবিক্রমে অগ্রসর হইতে আরম্ভ করিঘাছিল। আর একবার গুপ্ত সম্রাটের পাহুবলের অগ্নি পরীক্ষাব সময় উপস্থিত হইয়াছিল। ৪৯৬ ৯৭ খৃষ্টাব্দে বুধগুপ্তের রাজত্বকালের পলিসমাপ্তি হইষাছিল। তাছার মৃত্যুব পর তথাগতগুপ্ত নামক একজন গুপ্ত লম্বাটের নাম পাওয়া যায়, তখাগতগুপ্তের পর ভামুগুপ্ত বালাদিত্য গুপ্ত সিংহাসনে আবেtহণ করিয়াছিলেন। এই সময় গুপ্তসাম্রাজ্যেব ঘোর দুদিন উপস্থিত হইয়াছিল, নিড়র বর্বশ্বে দেশের স্বাধীনতা নষ্ট করিবার জন্য বদ্ধপরিকর হইয়াছিল। কিন্তু ভানু গুপ্ত স্বৰ্গ হইতে ও পবিত্র দেশকে শক্ৰ কবল হইতে মুক্ত করিবার জন্য জীবন পর্যান্ত পণ করিলেন । গুপ্ত ংবং ১৯১ অর্থাৎ ৫১• থষ্ট্রাদেব এরণের শিলালিপি হইতে জানা যায় যে অর্জুনের তুলা ধীর পরাক্রমী শ্ৰীভানু গুপ্তের সহিত সেনাপতি গোপরাজ সেখানে (অর্থাৎ এরণে। গিয়াছিলেন ও বীরগতি প্রাপ্ত হইয়াছিলেন ও “র্তাহার পতিব্ৰতা স্ত্রী সতী হইয়াছিলেন” ইহা হইতে অনুমান করা কঠিন নছে যে গোপরাজ তুণদের সহিত অবিকিণের রণক্ষেত্রে তুমুল যুদ্ধ কবিয়াছিলেন । তিনি ক্ষত্রিয়োচিত বীৰত্বের সহিত যুদ্ধক্ষেত্রেই প্রাণ বিসর্জন দিয়াছিলেন। এই যুদ্ধের ফলে হণের মধ্যভাবত হইতে বিতাড়িত হইয়াছিল। কারণ ৫১ ও ৫১৮ খৃষ্টাব্দে পরিত্রাজক মহারাজ ইস্তী ও সংক্ষোভ গুপ্ত সমাটের অধীনে বা ঘলখণ্ড ইত্যাদি প্রদেশ শাসন করিতেছিলেন। অবিকিণের যুদ্ধক্ষেত্রে ইণপক্ষেব সেনা। পতির নাম ছিল মিহিরকুল। চৈনিক পবিত্ৰাজ ইউ ধানচাং বলিয়াছেন যে বালাদিত মিeিবক লপে' বন্দী করিখছিলেন কিন্তু জননীর অাদেশে তাছাকে মুক্তি দিখছিলেন। মিহির কুলকে উত্তরে (সম্ভবত: কাশ্মীৰে) একটি ক্ষুদ্র রাজ্যের দ্বারাই সন্তুষ্ট থাকিতে হইয়াছিল। ইউ-য়ান চায়েল লিখিত বা দিতা ও লিপির ভাগু গুপু সম্ভবতঃ অভিন্ন । JJKK StSggBSBB BSBB BBBBSS SBBS যশোধন্মের দ্বারা সাপিত হুইয়াছিল । মালপসং৭ৎ ৫৮৯ অর্থাৎ ৫৩১ খৃষ্টদেব মন্rযাবে শিলাস্তম্ভ লিপিতে যশোধন্মেৰ বিজ্ঞস কুত্তস্থ উল্লিখিত ইইয়াছে। এই লিপি ইষ্টতে জানা যায় যে, যে সকল দেশ গুপ্তর জগণ তথা তৃণদের ও অধিকারভুক্ত হয় নাই সেই সকল দেশ জনে যশোধৰ্ম্ম নিজের অধীনে আনিয়াছিলেন । লৌহিতা ( ব্রহ্মপুত্র ) নদীর উপকণ্ঠ হইতে মeেন্দ্ৰ পৰ্ব্বত ( পুৰ্ব্বঘাট । পর্যন্ত এবং হিমালয় ইষ্টতে পশ্চিম সমুদ্রের উপকূল পর্যান্ত সমস্ত দেশের রাজাগণকে তিনি নিজের পদানত করিয়াছিলেন। রাজা মিহিঃকুল "চুড়া পুষ্পোপহারের” দ্বাবা তাহার পদযুগলেব অৰ্চনা কবিয়ছিলেন অর্থ২ মিহিরকুল মস্তক স্পর্শ করিয়া তাহার চরণ বন্দনা করিয়াছিলেন। হণবিজেতা যশোধন্মাপ বিষয় আর কিছুই জানিতে পাবা যায় না তাহার আবির্ভাব ও তিরোভাব ভারতের প্রাচীন ইতিহাসের একটি রহস্ত বিশেষ । বাকা হউক ভানু গুপ্ত বালাদিত্যের দ্বারা অনুষ্ঠিত স্বাধীনতা যজ্ঞে যশোধৰ্ম্ম পুর্ণাহুতি প্রদান করিয়াছিলেন।


x8)