পাতা:শিশু ভোলানাথ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
শিশুর জীবন


ভবিষ্যৎ তো চিরকালই
থাকবে ভবিষ্যৎ,
ছুটি তবে মিলবে বা কোন্‌খানে?
বুদ্ধিদীপের আলো জ্বালি,
হাওয়ায় শিখা কাঁপছে খালি—
হিসেব ক’রে পা টিপে পথ হাঁটি।
মস্ত্রণা দেয় কতজনা—
সূক্ষ্ম বিচার-বিবেচনা,
পদে পদে হাজার খুঁটিনাটি।

শিশু হবার ভরসা আবার
জাগুক আমার প্রাণে,
লাগুক হাওয়া নির্ভাবনার পালে,
ভবিষ্যতের মুখোশখানা
খসাব এক টানে,
দেখব তারেই বর্তমানের কালে।
ছাদের কোণে পুকুর-পাড়ে
জানব নিত্য-অজানারে,
মিশিয়ে রবে অচেনা আর চেনা;
জমিয়ে ধুলো সাজিয়ে ঢেলা
তৈরি হবে আমার খেলা,
সুখ রবে মোর বিনামূল্যেই কেনা।

১২