পাতা:শিশু ভোলানাথ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
শিশুর জীবন

যা-কিছু সব চলেছে ওই
ছেলেখেলার রথে
যে যার আপন দোসর খুঁজি খুঁজি।
গাছে খেলা ফুল-ভরানো,
ফুলে খেলা ফল-ধরানো,
ফলের খেলা অঙ্কুরে অঙ্কুরে।
স্থলের খেলা জলের কোলে,
জলের খেলা হাওয়ার দোলে,
হাওয়ার খেলা আপন বাঁশির সুরে।

ছেলের সঙ্গে আছ তুমি
নিত্য ছেলেমানুষ
নিয়ে তোমার মাল-মসলার ঝুলি।
আকাশেতে ওড়াও তোমার
কতরকম ফানুস,
মেঘে বোলাও রঙ-বেরঙের তুলি।
সেদিন আমি আপন-মনে
ফিরেছিলেম তোমার সনে,
খেলেছিলেম হাত মিলিয়ে হাতে।
ভাসিয়েছিলেম রাশি রাশি
কথায়-গাঁথা কান্না হাসি
তোমারই সব ভাসান খেলার সাথে।

১৫