পাতা:শিশু ভোলানাথ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মুর্খু

তুমি যদি মুর্খু ব’লে
আমাকে, মা, না নাও কোলে
তবে আমি পালিয়ে যাব
বাদলা-মেঘের পাড়া


সেখান থেকে বৃষ্টি হয়ে
ভিজিয়ে দেব চুল,
ঘাটে যখন-যাবে, আমি
করব হুলুস্থুল।
রাত থাকতে অনেক ভোরে
আসব নেমে আঁধার ক’রে,
ঝড়ের হাওয়ায় ঢুকব ঘরে
দুয়ার ঠেলে ফেলে;
তুমি বলবে মেলে আঁখি
‘দুষ্টু দেয়া খেপল নাকি’,
আমি বলব ‘খেপেছে আজ
তোমার মুর্খু ছেলে’।


১০ আশ্বিন ১৩২৮




৩৩