পাতা:শিশু ভোলানাথ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

মর্তবাসী

কাক বলেন, সময় হলে
সবাই চ’লে
যায় কোথা সেই স্বৰ্গপারে
বল্ তো, কাকী,
সত্যি তা কি
একেবারে?
তিনি বলেন যাবার আগে
তন্দ্রা লাগে,
ঘণ্টা কখন ওঠে বাজি—
দ্বারের পাশে
তখন আসে
ঘাটের মাঝি।

বাবা গেছেন এম্‌নি করে
কখন ভোরে,
তখন আমি বিছানাতে।
তেম্‌নি মাখন
গেল কখন
অনেক রাতে।

৭৫