পাতা:শিশু ভোলানাথ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মর্তবাসী

কিন্তু আমি বলছি তোমায়,
সকল সময়
তোমার কাছেই করব খেলা;
রইব জোরে
গলা ধ’রে
রাতের বেলা।
সময় হলে মানব না তো,
জানব না তো
ঘণ্টা মাঝির বাজল কবে।
তাই কি রাজা
দেবেন সাজা
আমায় তবে?

তোমরা বলো স্বৰ্গ ভালো—
সেথায় আলো
রঙে রঙে আকাশ রাঙায়,
সারা বেলা
ফুলের খেলা
পারুলডাঙায়!
হোক-না ভালো যত ইচ্ছে—
কেড়ে নিচ্ছে
কেই-বা তাকে বলো কাকী?

৭৬