পাতা:শেষ প্রশ্ন.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন Σ» ο 8 ও এই কয়দিনের খরচ চালাইতে শেষ হইয়াছে ! সহসা ব্যথার ভারে তাহার মনের ভিতরটা কাদিয়া উঠিল। জিজ্ঞাসা করিল, কিন্তু যাওয়াই কি স্থির ? কমল কহিল, তা ছাড়া উপায় কি আছে ? উপায় কি আছে সে জানেনা । এবং জানে না বলিয়াই তাহার কষ্ট হইতে লাগিল ! শেষ চেষ্টা করিয়া কহিল, জগতে কি কেউ নেই র্যার কাছে এ সময়েও কিছু সাহায্য নিতে পারেন ? কমল একটুখানি ভাবিয়া বলিল, আছেন। মেয়ের মত র্তার কাছে গিয়েই শুধু হাত পেতে নিতে পারি। কিন্তু আপুরি যে রাত হয়ে যাচ্চে । সঙ্গে গিয়ে এগিয়ে দেব কি ? অজিত ব্যস্ত হইয়া বলিল, না না, আমি একাই যেতে পারবো । তা’হলে আসুন । নমস্কার । এই বলিয়া কমল তাহার শোবার ঘরে গিয়া-এবেশ করিল। অজিত মিনিট দুই সেইখানে স্তব্ধ ভাবে দাড়াইয়া রহিল। তারপরে নিঃশব্দে ধীরে ধীরে নামিয়া গেল । ہے۔خ1 '>'> বেলা তৃতীয় প্রহর। শীতের অবধি নাই। আওবাবুর বসিবার ঘরের শাসিগুলা সারাদিনই-বন্ধ আছে, তিনি আরাম-কেদারার দুই হাতলের উপর দুই পা মেলিয়া দিয়া গভীর মনোযোগের সহিত কি একটা পড়িতেছিলেন, সেই কাগজের পাতায় পিছনের দরজার দিকে