পাতা:শেষ প্রশ্ন.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X a (t শেষ প্রশ্ন একটা ছায়া পড়ায় বুঝিলেন এতক্ষণে র্তাহার বেহারার দিবানিদ্রা সম্পূর্ণ হইয়াছে। কহিলেন, কাচা ঘুমে ওঠোনি তো বাবা, তাহলে আবার মাথা ধরবে। বিশেষ কষ্ট বোধ না করে ত গায়ের কাপড়টা দিয়ে গরীবের পা দু’টো একটু ঢেকে দাও। নীচের কাপেটে একখানা মোট বালাপোষ লুটাইতেছিল, আগন্তুক সেইখানা লিয়া লইয়া তাহার দুই পা ঢাকিয়া দিয়া পায়ের তলা পৰ্য্যন্ত বেশ করিয়া মুড়িয় দিল । আগুবাবু কহিলেন, হয়েছে বাবা, আর অতি-যত্নে কাজ নেই । এইবার একটা চুঙ্কুট দিয়ে আর একটুখানি গড়িয়ে নাওগে,—এখনো কুটু বেলা । কিন্তু বুঝবে বাবা কাল । অর্থাৎ কাল তোমার চাকুরি যাইবেই। কোন সাড়া আসিলনা, কারণ প্রভুর এবম্বিধ মন্তব্যে ভূত্য অভ্যস্ত। প্রতিবাদ করাও যেমন নিম্প্রয়োজন, বিচলিত হওয়াও তেমনি বাহুল্য। . بن আশুবাবু হাত বাড়াইয়া চুরুট গ্রহণ করিলেন, এবং দেশলাই জ্বালার শব্দে এতক্ষণে লেখা হইতে মুখ তুলিয়া চাহিলেন। কয়েক মুহূৰ্ত্ত অভিভূতের মত স্তন্ধ থাকিয়া কহিলেন, তাই তো বলি, একি যোদোর হাত । এমন কোরে পা ঢেকে দিতে তো তার চোদ পুরুষে জানেনা । 曹 •কমল বলিল, কিন্তু এদিকে যে হাত পুড়ে যাচ্চে । আশুবাবু ব্যস্ত হইয়া জলন্ত কাঠিটা তাহার হাত হইতে ফেলিয়া দিলেন, এবং সেই হাত নিজের হাতের মধ্যে লইয়া তাহাকে জোর করিয়া সম্মুখে টানিয়া আনিয়া কহিলেন্ট ঐতদিন তোমাকে দেখতে পাইনি কেন মা ছু {} এই প্রথম তাহাকে তিনি মাতৃ সম্বোধন করিলেন। कैिड उंशद्र