পাতা:শেষ প্রশ্ন.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>○ শেষ প্রশ্ন যা বিশিষ্টতা, যা তাদের নিজস্ব, সে থেকে যদি লোভ বা মোহের বশে র্তাদের ভ্রষ্ট করি আমরা সকল দিক দিয়েই ব্যর্থ হব। এই না অক্ষয়বাবু ? কথাগুলি ভালো, এবং সমস্তই অক্ষয়বাবুর প্রবন্ধের। বিনয়বশে তিনি মুখে কিছুই বলিলেন না, শুধু আত্ম-প্রসাদের অনিৰ্ব্বচনীয় তৃপ্তিতে অৰ্দ্ধ-নিনীতি নেত্রে বার কয়েক শিরক্ষালন করিলেন। আগুবাবু অকপটে স্বীকার করিয়া কহিলেন, এ নিয়ে তো তর্ক নেই অবিনাশবাবু। বহু মনীষী বহুদিন থেকে এ কথা বলে আসছেন, এবং বোধহয় ভারতবর্ভূর কোন লোকই এর প্রতিবাদ করে না। অক্ষয়বাবু বলেন, করবার যো নেই। এবং, এ ছাড়া আরও অনেক বিষয় আছে বা প্রবন্ধে লিখিনি, কিন্তু কাল নারী-কল্যাণসমিতিতে আমি বক্তৃতায় বোল্ব। আগুবাবু ঘাড় ফিরাইয়া কমলের প্রতি চাহিলেন, কহিলীেন, তোমার তো অীর সমিতিতে নিমন্ত্রণ নেই, তুমি সেখানে যাবে না। আমিও বাতে কাবু। আমি না যাই, কিন্তু এ তোমাদেরই তাল-মন্দর কথা । হা কমল, তোমার তো এ প্রস্তাবে আপত্তি নেই ? অন্ত সময়ে হইলে আজকের দিনটায় কমল নীরব হইয়াই থাকিত, কিন্তু, একে তার মন খারাপ, তাহাতে এই লোকগুলার এই পৌরুষ-হীন সত্ত্বমূবদ্ধ, সদস্ত প্রতিকূলতায় মনের মধ্যে যেন আগুন জলিয়া উঠিল। কিন্তু আপনাকে যথাসাধ্য সম্বরণ করিয়া সে মুখ তুলিয়া হাসিয়া কহিল, কোনটা আগুবাবু ? অনুকরণট না ভূারতীয় বৈশিষ্ট্যটা ? , আpবাবু কহিলেন, ধরে, যদি বলি দু’টোই? 劃 কমল কহিল,আয়ুকরণ জিনিসটা শুধু যখন বাইরের নকল তখন সে ফাকি। তখন আকৃতিতে মিললেও প্রকৃতিতে ফাক থাকে। কিন্তু Ե