পাতা:শেষ প্রশ্ন.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᏬ☾ শেষ প্রশ্ন একপাল ভেড়া নিয়ে এসে চরিয়ে দেবে। আমি বরঞ্চ রাস্তায় ফেলে দেবো তবু তাদের খাওয়াবোনা। হরেন্দ্র হাসিয়া কহিল, কেন, তাদের ওপর আপনার রাগ কিসের ? নীলিমা বলিল, তাদের জন্যেই তো তোমার যত দুৰ্গতি। বাপ টাকা রেখে গেছেন, নিজেও উপার্জন কম করোনা, এতদিনে বে। এলে তো ছেলে-পুলেয় ঘর ভরে যেতো। এ হতভাগা কাণ্ড তো ঘটতোনা । নিজেও যেমন আইবুড়ে কাৰ্ত্তিক, দলটিও তৈরি হচ্চে তারি উপযুক্ত। তাদের আমি কিছুতে খাওয়াবোন এই তোমাকে আমি বলে দিলাম। যাক অামার নষ্ট হয়ে । இ কমল বুঝিতে কিছুই পারিলনা, আশ্চৰ্য্য হইয়া চাহিয়া রহিল। হরেন্দ্র লজ্জা পাইয়া কহিল, বৌদির অনেকদিন থেকে আমার ওপরে নালিশ আছে, এ তারই শাস্তি । এই বলিয়া সে সংক্ষেপে জিনিসটা বিবৃত করিয়া কহিল, বাপ-ম-মরা নিরাশ্রয় গুটি কয়েক ছাত্র অাছে আমার তারা আমার কাছে থেকে ইস্কুল কলেজে পড়ে। তাদের ওপরেই ওঁর যত আক্রোশ । কমল অত্যন্ত বিস্ময়াপন্ন হইয়া কহিল, তাই না কি ? কৈ, এ তো, এতদিন শুনিনি ? হরেন্দ্র বলিল, শোনবার মতো কিছুই নয়। কিন্তু চরিত্রবান ভালো ছেলে তারা । তাদের আমি ভালোবাসি । 轟 নীলিমা ক্রুদ্ধকণ্ঠে কহিল, বড় হয়ে তারা দেশোদ্ধার করবে এই তাদের পণ । অর্থাৎ, গুরুর মতু ব্ৰহ্মচারী হয়ে দিগ্বিজয়ী বীর হবে বোধ করি । =مق C হরেন্দ্র বলিল, যাবেন একবার তাদের দেখতে দেখলে খুলি হবেন ।