পাতা:শেষ প্রশ্ন.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8S শেষ প্রশ্ন হবে। কিন্তু বাস্তবিক, অীমাদের প্রতিষ্ঠানটিকে আপনি কি ভালো বলেননা ? পারি, আর না পারি, এর আদর্শ কত বড় ? কমল কহিল, তা বলুতে পারবোন হরেন বাবু। সমস্ত সংযমের মত যৌন-সংযমেও সত্য আছে। কিন্তু সে গৌণ সত্য। ঘটা কোরে তাকে জীবনের মুখ সত্য করে তুললে সে হয় আর এক ধরণের অসংযম । তার দণ্ড আছে। আত্ম-নিগ্রহের উগ্র দস্তে আধ্যাত্মিকতা ক্ষীণ হ’য়ে আসে । বেশ, আমি যাবো আপনার আশ্রমে । হরেন্দ্র বলিল, যেতেই হবে,—না গেলে আমি ছাড়বোনা । কিন্তু একটা কথা বলে রাখি, আমাদের আড়ম্বর নেই, ঘটা কৈারে আমরা কিছুই করিনে। সহসা নীলিমাকে দেখাইয়া কহিল, আমার আদর্শ উনি । ওঁর মতোই আমরা সহজের পথিক । বৈধব্যের কোন বাহপ্রকাশ ওঁতে নেই,—বাইরে থেকে মনে হবে যেন বিলাস-ব্যসন্ত্ৰে মগ্ন হয়ে আছেন, কিন্তু জানি ওঁর দুঃসাধ্য আচার-নিষ্ঠা, ওঁর কঠোর আত্মশাসন ! কমল মৌন হইয়া রহিল। হরেন্দ্র ভক্তি ও শ্রদ্ধায় বিগলিত হইয়া বলিতে লাগিল, আপনি ভারতের অতীত যুগের প্রতি শ্রদ্ধাসম্পন্ন নন, ভারতের আদর্শ আপনাকে মুগ্ধ করেনা, কিন্তু বলুন ত, নারীত্বের এতবড় মহিমা, এতবড় আদর্শ আর কোন দেশে আছে ? এই গৃহের উনি গৃহিণী, সেজদার মা-মরা সস্তানের উনি জননীর ন্যায় । এ বাড়ীর সমস্ত দায়িত্ব ওঁর উপরে। অথচ, কোন স্বার্থ, কোন বন্ধন নেই। বলুন ত, কোন দেশের বিধবারা এমন পরের কাজে আপনাকে বিলিয়ে দিতে পেরেছে ? কমলের মুখ স্মিতহাস্তে বিকশিত হইয়া উঠিল, বলিল, এর মধ্যে ভালোটা কি আছে হরেন,বাৰু? অপরের গৃহের নিঃস্বার্থ গৃহিণী ও অপরের ছেলের নিঃস্বার্থ জননী হবার দৃষ্টান্ত হয়ত জগতের আর