পাতা:শেষ প্রশ্ন.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন У & о তাহারই উপরে। এই সকল অনাচারের বিরুদ্ধে সে হরেন্দ্রর কাছে ঠিক যে অভিযোগ করিত তাহা নয়, কিন্তু মাঝে মাঝে আতাসে ইঙ্গিতে এমন ভাব প্রকাশ করিত যে, ইহাকে আশ্রমে রাখা ঠিক সঙ্গত হইতেছেন, ছেলেরা বিগড়াইতে পারে। হরেন নিজেও যে না বুঝিত তাহা নহে, কিন্তু মুখ ফুটিয়া বলিবার সাহস তাহার ছিলনা। একদিন সমস্ত রাত্রিই তাহার দেখা নাই, সকালে যখন সে বাড়ী ফিরিল, তখন এই লইয়াই একটা রীতিমত আলোচনা চলিতেছিল, হরেন্দ্র বিক্ষিত হইয়া কহিল, ব্যাপার কি রাজেন, কাল ছিলে কোথায় ? সে একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল একটা গাছতলায় পড়ে ছিলাম। গাছতলায় ? গাছতলায় কেন ? অনেক রাত হয়ে গেল, আর ডাকাডাকি করে আপনাদের ঘুম ভাঙালাম না । বেশ । আত রাত্রিই বা হোলে কেন ? এমুনি ঘুরতে ঘুরতে। এই বলিয়া সে নিজের ঘরে চলিয়া গেল । সতীশ নিকটে ছিল, হরেন জিজ্ঞাসা করিল, কি কাণ্ড বল ত ? সতীশ বলিল, আপনাকেই কথা কাটিয়ে চলে গেল, গ্রাহ করলেন, আর আমি জানবো কি করে ? তাই তো হে, এতটা তো ভালো নয়। সতীশ মুখ ভারি করিয়া খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আপনি ড়ো একটা কথা জানেন ৰে পুলিশে ওকে বছর দুই জেলে রেখেছিল ? . হরেন বলিল, জানি, কিন্তু সে তো মিথ্যে সন্দেহের উপর। ওর তো কোন সত্যিকার দোষ ছিলনা।