পাতা:শেষ প্রশ্ন.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন S6 २ ব্ৰহ্মচারীও নয়। আসল কারণ, স্ত্রীলোক বলে সংসারে যে কিছু অাছে এ কথা ভাববারও তার সময় নেই। এই বলিয়া সে ক্ষণকাল মৌন থাকিয়া কহিল, তার চরিত্রের অভিযোগ আমি করিনি, সে অস্বাভাবিক রকমের নিৰ্ম্মল, কিন্তু— । হরেন প্রশ্ন করিল, তবুও তোমার কিন্তুটা কি ? সতীশ বলিল, কলকাতার বাসায় আমরা দু’জনে এক ঘরে থাকৃতাম । ও তখন ক্যাম্বেল মেডিক্যাল স্কুলের ছাত্র, এবং বাসায় বি-এসৃ-সি পড়তো। সবাই জানতো ওই ফাষ্ট হবে, কিন্তু একৃজামিনের আগে হঠাৎ কোথায় চলে গেল— হরেন্দ্র বিক্ষিত হইয়া জিজ্ঞাসা করিল, ও কি ডাক্তারি পোড়ত না কি ? কিন্তু আমাকে যে বলেছিল ও শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভত্তি হয়েছিল, কিন্তু পড়া-শুনো ভয়ানক শক্ত বলে ওকে পালিয়ে আসতে হয়েছিল— সতীশ কহিল, কিন্তু খোজ নিলে দেখতে পাবেন কলেজে থার্ড-ইয়ারে সে-ই হয়েছিল প্রথম। অথচ, বিনা কারণে চলে আসায় কলেজের সমস্ত মাষ্টাররাই অত্যন্ত দুঃখিত হয়েছিল। ওর পিসীমা বড়লোক, তিনিই পড়ার খরচ দিচ্ছিলেন, এই ব্যাপারে বিরক্ত হয়ে টাকা বন্ধ করলেন, তার পরেই বোধ হয় আপনার সঙ্গে ওর পরিচয় । বছর দুই ঘুরে ঘুরে যখন ফিরে এলো তখন পিসী তারই মত নিয়ে তাকে ডাক্তারি ইস্কুলে ভৰ্ত্তি করে দিলেন। ক্লাসে প্রত্যেক বিষয়েই ও ফাষ্ট1 হচ্ছিল,—মধচ, বছর তিনেক পরে হঠাৎ একদিন ছেড়ে দিলে! ওই এক-ছুতো। ভারি শক্ত, ও আমি পেরে উঠবোন । ছেড়ে দিয়ে আমার বাসায় মামার ঘরে এসে আডড নিলে। বললে, ছেলে পড়িয়ে বি-এল-সি পাশ করে কোথাও কোন গ্রামে গিয়ে মাষ্টারি কোরে