পাতা:শেষ প্রশ্ন.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S @ (t শেষ প্রশ্ন দু’দিনের ছুটি ছিল । সতীশ কাশী যাইবার অনুমতি চাহিতে আসিল । আগ্রা-আশ্রমের অনুরূপ অাদর্শে ভারতের সর্বত্র প্রতিষ্ঠান গড়িয়া তুলিবার বিরাট কল্পনা হরেন্দ্রর মনের মধ্যে ছিল, এবং এই উদ্দেশ্যেই সতীশের কাশী যাওয়া। শুনিয়া রাজেন আসিয়া কহিল, হরেনদা, ওর সঙ্গে আমিও দিনকতক বেড়িয়ে আসিগে । i to হরেন্দ্র বলিল, তার কাজ আছে বলে সে যাচ্ছে। রাজেন বলিল, আমার কাজ নেই বলেই যেতে চাচ্চি। যাবার গাড়ী-ভাড়ার টাকাটা আমার কাছে আছে । হরেন্দ্র জিজ্ঞাসা করিল, কিন্তু ফিরে আসবার ? রাজেন চুপ করিয়া রহিল। হরেন্দ্র বলিল, রাজেন, কিছুদিন থেকে তোমাকে একটা কথা বলি-বলি করেও বলুতে পারিনি । রাজেন একটুখানি হাসিয়া কহিল, বল্বার প্রয়োজন নেই হরেনদা, সে আমি জানি। এই বলিয়া সে চলিয়া গেল। রাত্রির গাড়ীতে তাহাদের ফাইবার কথা। বাসা হইতে বাহির হইবার কালে হরেন্দ্র দ্বারের কাছে দাড়াইয়া হঠাৎ তাহার হাতের মধ্যে একটা কাগজের মোড়ক গুজিয়া দিয়া চুপি চুপি বলিল, ফিরে না এলে বড় দুঃখ পাবো রাজেন। এবং বলিয়াই চক্ষের পলকে নিজের ঘরে গিয়া প্রবেশ করিল | o • ইহার দিনদশেক পরে দু’জনেই ফিরিয়া আসিল । হরেন্দ্রকে নিভৃতে ডাকিয়া সতীশ প্রফুল্ল যুদ্ধে কহিল, আপনার সেদিনের ঐটুকু বলাতেই কাজ হয়েছে “হরেনবাবু কাশীতে আশ্রম স্থাপনের জন্থে এ ক'দিন রাজেন অমানুষিক পরিশ্রম করেছে। হরেন্দ্ৰ কহিল, পরিশ্রম করলে তো সে অর্মাহুবিক পরিশ্রমই করে সতীশ ।