পাতা:শেষ প্রশ্ন.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন ゞ(2ぐう হা, তাই সে করেছে। কিন্তু এর সিকি ভাগ পরিশ্রমও যদি সে আমাদের এই নিজেদের আশ্রমটুকুর জন্যে কোরত। হরেন্দ্র আশান্বিত হইয়া বলিল, করবে হে সতীশ, করবে। এতদিন বোধ করি ও ঠিক জিনিসটি ধরতে পারেনি। আমি নিশ্চয় বলুচি, তুমি দেখতে পাবে এখন থেকে ওর কৰ্ম্মের আর অবধি থাকৃবে না। সতীশ নিজেও সেই ভরসাই করিল। হরেন্দ্র বলিল, তোমাদের ফিরে আসার অপেক্ষায় একটা কাজ স্থগিত আছে । আমি মনে মনে কি স্থির করেছি জানো ? আমাদের আশ্রমের অস্তিত্ব,এবং উদ্দেশু গোপন রাখলে আর চলবে না। দেশের এবং দশের সহানুভূতি পাওয়া আমাদের প্রয়োজন। এর বিশিষ্ট কৰ্ম্ম-পদ্ধতি সাধারণ্যে প্রচার করা আবশ্যক । সতীশ সন্দিগ্ধ কণ্ঠে কহিল, কিন্তু তাতে কি কাজে বাধা পাবেন ? হরেন্দ্র বলিল, না । এই রবিবারে আমি কয়েকজনকে আহবান করেচি। তারা দেখতে আসবেন - আশ্রমের শিক্ষা, সাধনা, সংযম ও বিশুদ্ধতার পরিচয়ে সেদিন যেন তাদের আমরা মুগ্ধ করে দিতে পারি } তোমার উপরেই সমস্ত দায়িত্ব । সতীশ জিজ্ঞাসা করিল, কে-কে আসবেন ? হরেন্দ্র বলিল, অজিতবাবু, অবিনাশ দা, বৌঠাকরুণ। শিবনাথবাবু সম্প্রতি এখানে নেই,—শুনলাম জয়পুরে গেছেন কাৰ্য্যোপলক্ষে, কিন্তু তার স্ত্রী কমলের নাম বোধ করি শুনেছ—তিনিও আসবেন ; এবং শরীর সুস্থ কুকুলে হয়ত আগুবাবুকেওrধরে আনতে পারবো। জানো ত, কেউ এর যে-সে লোক ন’ন । সেদিন এদের কাছ থেকে যেন আমরা সত্যিকার শ্রদ্ধা আদায় করে নিতে পারি। সে তার তোমার ।