পাতা:শেষ প্রশ্ন.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন Sఆషా আগুবাবুকে আনতে গিয়েছিলাম, তিনিই বললেন, কাল বোধহয় আপনি বাড়ী চলে যাচ্চেন । অজিত কহিল, বোধহয় । কিন্তু সে কাল নয়, পরও। এবং, বাড়ী কিনা তারও নিশ্চয়তা নেই। হয়ত, বিকেল নাগাদ ষ্টেসনে গিয়ে উপস্থিত হব,-উত্তর দক্ষিণ পূৰ্ব্ব পশ্চিম যে-কোন দিকের গাড়ী পাবো তাতেই এ যাত্রা সুরু করে দেবো । হরেন্দ্র সহাস্তে কহিল, অনেকটা বিবাগী হওয়ার মত। অর্থাৎ গন্তব্য স্থানের নির্দেশ নেই। অজিত বহিল, না । কিন্তু ফিরে আস্বার? না, তারও আপাততঃ কোন নির্দেশ নেই । হরেন্দ্ৰ কহিল, অজিতবাবু, আপনি ভাগ্যবান লোক। কিন্তু তল্পি বইবার লোকের দরকার হয় তো আমি একজনকে দিতে পারি,বিদেশে এমন বন্ধু আর পাবেননা । J. কমল কহিল, আর রাধবার লোকের দরকার হয় তো আমিও একজনকে দিতে পারি রাধতে যার জোড়া নেই। আপনিও স্বীকার করবেন, হা, অহঙ্কার করতে পারে বটে।— অবিনাশের কিছুই আর ভালো লাগিতে ছিলনা, বলিলেন, হরেন, আর দেরি কিসের, এবার ফেরবার উদ্যোগ করা যাকুনা । কি বল ? হরেন সবিনয়ে কহিল, ছেলেদের সঙ্গে একটু পরিচয় করবেননা ? দুটাে উপদেশ তাদের দিয়ে যাবেননাসেজা ? Ç অবিনাশ বলিলেন, উপদেশ দিতে তো আমি আসিনি, এসেছিলাম শুধু ওঁদের সঙ্গী হিসেবে। তার বোধহয় আর দরকার নেই। সতীশ অনেকগুলি ছেলে সঙ্গে লইয়া উপস্থিত হইল। দশ বারো