পাতা:শেষ প্রশ্ন.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন >Wり3 আপনার সঙ্গে আমার ধারণা যদি না মেলে আমার উপদেশ তো আপনাদের কাজে লাগবেনা। 耻 সতীশ মুস্কিলে পড়িল। এ কথার ঠিক উত্তর সে খুজিয়া পাইলনা। তাহাকে এই বিপদ হইতে উদ্ধার করিতে হরেন্দ্ৰ কহিল, দেশের মুক্তি যাতে আসে"সেই হ’ল দেশের একমাত্র কল্যাণ । দেশে এমন কে আছে যে এ সত্য স্বীকার করবেন ? কমল বলিল, না বলতে ভয় হয় হলেনবাবু, সবাই ক্ষেপে যাবে। নইলে আমিই বোলতাম এই মুক্তি শব্দটার মত ভোলবার এবং ভোলাবার এতবড় ছল আর নেই। কার থেকে মুক্তি হরেনবাৰু ? ত্ৰিবিধ দুঃখ থেকে, না তব-বন্ধন থেকে ? কোনটাকে দেশের একমাত্র কল্যাণ স্থির করে আশ্রম প্রতিষ্ঠায় নিযুক্ত হয়েছেন বলুন ত ? এই কি আপনার স্বদেশ সেবাঁর আদর্শ ? হরেন্দ্র ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, না না না, এসব নয়, এয়ুব নয়। এ আমাদের কাম্য নয় । ( কমল কহিল, তাই বলুন এ আমাদের কাম্য নয়, বলুন আমাদের আদর্শ স্বতন্ত্র। বলুন, সংসার ত্যাগ ও বৈরাগ্য-সাধনা আমাদের নয়, আমাদের সাধনা পৃথিবীর সমস্ত ঐশ্বৰ্য্য, সমস্ত সৌন্দৰ্য্য, সমস্ত প্রাণ নিয়ে বেঁচে থাকা । কিন্তু তার শিক্ষা কি ছেলেদের এই ? গায়ে একটা মোটা জামা নেই, পায়ে জুতো নেই, পরনে জীর্ণ বস্ত্র, মাথায় রুক্ষ কেশ, একবেলা অৰ্দ্ধশর্মে যারা কেবল অস্বীকারের মধ্যে দিয়েই বড় হয়ে উঠচে, পাওয়ার আনন্দ যার নিজের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে গেল, দেশের লক্ষ্মী ক্সি পাঠিয়ে দেবেন শেষে তাদের হাত দিয়েই তার ভাড়ারের চাবি ? হরেন বাবু, পৃথিবীর দিকে একবার চেয়ে দেখুন। যারা অনেক পেয়েছে, তারা সহজেই দিয়েচে, এমন