পাতা:শেষ প্রশ্ন.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন 〉"br আদ্যোপান্ত কাহিনী বর্ণে বর্ণে স্বজন করিয়া লইবে । আর ইহার চেয়েও বেশি ব্যাকুল করিয়াছিল তাহাকে এই লজ্জাহীন মেয়েটার নির্ভয় সত্যবাদিত । এ জগতে মিথ্যা বলার ইহার প্রয়োজন নাই। এ যেন পৃথিবী শুদ্ধ সকলকে শুধু অপমান করা। এদিকে "শিবনাথের পীড়ার উপলক্ষে কে এবং কাহারা উপস্থিত হইয়াছে সে জানে না । এই মেয়েটকে র্তাহারা প্রশ্ন করিতেছেন মনে করিয়াও অজিতের গায়ের রক্ত । শীতল হইয়া আসিল । হঠাৎ তাহার মনে হইল কমলকে সে ঘৃণা করে, এবং ইহারই লুব্ধ আশ্বাসে সে যে আত্ম-বিস্মৃত উন্মাদের ন্যায় মুহূৰ্ত্তের জন্যও জ্ঞান হারাইয়াছে ইহার কঠিন শাস্তি যেন তাহার হয় এই বলিয়া সে বারবার করিয়া আপনাকে আপনি অভিশাপ দিল । গেটের মধ্যে প্রবেশ করিয়াই তাহার চোখে পড়িল সম্মুখের খোলা জানালায় দাড়াইয়া আগুবাবু স্বয়ং। বোধ হয় তাহারই প্রতীক্ষায় উদ্‌গ্ৰীব হইয়া আছেন । গাড়ীর শব্দে নীচে চাহিয়া বলিলেন, অজিত এলে ? সঙ্গে কে, কমল ? ஆ ই ! যদু, কমলকে শিবনাথের ঘরে নিয়ে যাও। শুনেচে বোধ হয় তার অসুখ ? বলিতে বলিতে তিনি নিজেই নামিয়া আসিলেন, কহিলেন, এই ঋতুপরিবর্তনের কালটা এমনই বড় খারাপ, তাতে ব্যারাম স্তারাম হঠাৎ যা সুরু হয়েছে লোকে মারা পড় চেও বিস্তর। আমার নিজের দেহটাও সকাল থেকে ভালো নয়, যেন জরভাব করে রেখেচে । in কমল উদ্বিগ্ন হইয়া কহিল, তবে আপনি ৰেন জেগে রয়েছেন ? এখানে দেখবার লোকের তো অভাব নেই।