পাতা:শেষ প্রশ্ন.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>br> শেষ প্রশ্ন নামিয়া আসিল, কিন্তু মুহূৰ্ত্তকাল মাত্র। মুহূৰ্ত্ত পরেই তিনি ছুটিয়া পলাইলেন। অজিত ও কমল চোখ তুলিয়া উভয়ে উভয়ের মুখের প্রতি চাহিল,—তাহার পরে যেমন আসিয়াছিল তেমনি নিঃশব্দে বাহির হইয়া গেল । صان تح" যাতায়াতের পথের পাশেই একটা ঢাকা বারান্দা; রোগীর গৃহ হইতে বাহিরে আসিয়া অজিত ও কমল সেইখানে খুমিল। একটা খৰ্ব্বাকৃতি ঘষা-কাচের লণ্ঠন বুলিতেছিল, তাহার অস্পষ্ট আলোকেও স্পষ্ট দেখা গেল অজিতের মুখ ফাঁকাশে • আচম্বিতে ধাক্কা লাগিয়া সমস্ত রক্ত যেন সরিয়া গেছে । সেখানে তৃতীয় ব্যক্তি কেহ নাই, তথাপি সে অনাত্মীয়া ভদ্র-মহিলার উপযুক্ত সন্ত্রমের সহিত জিজ্ঞাসা করিল, আপনি কি এখন বাসায় ফিরে যেতে চান ? চাইলে আমি তার ব্যবস্থা ক’রে দিতে পারি। কমল তাহার মুখের প্রতি চাহিয়া চুপ করিয়া রহিল। অজিত বলিল, এ বাড়ীতে আর তো আপনার এক মুহূৰ্ত্ত থাকা চলে না। আপনার থাকা চলে ? না, আমারও না। কাল সকালেই আমি অন্যত্র চলে যাবো। কমল কহিল, সেই ভালো, মামিও তখনই যাবো। আপাততঃ, এই চেয়ারটায় বসে বাকি রাতটুকু কাটাই, আপনি বিশ্রাম করুন গে। সেই ক্ষুদ্রায়তৰ চৌকিটার প্রতি দৃষ্টিপাত করিয়া, অজিত ইতস্ততঃ করিয়া কহিল, কিন্তু—