পাতা:শেষ প্রশ্ন.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন ነ SSb* দায়ে পড়ে ডাকৃচেন ? হরেন্দ্র বিস্ময়াপন্ন হইয়া বলিল, দেখা পেলে তৎক্ষণাৎ পাঠিয়ে দেবো, কিন্তু আমাকে বলা যায়না ? আমাকেও আপনার অকৃত্রিম বন্ধু বলেই জানবেন। তা জানি । কিন্তু তাকেই পাঠিয়ে দেবেন। দেবো, নিশ্চয় দেবো, এই বলিয়া হরেন্দ্র আর কথা না বাড়াইয়া বাহির হইয়া গেল । ! অপরাহু বেলায় রাজেন্দ্র আসিয়া উপস্থিত হইল । রাজেন, আমার একটা কাজ করে দিতে হবে। তা দেবো। কিন্তু কাল নামের সঙ্গে একটুখানি বাবু ছিল, আজ তাও সূর্থে ? বেশ ত হাল্কা হয়ে গেলো। না চাও তো বল জুড়ে দিই। না, কাজ নেই। কিন্তু আপনাকে আমি কি বলে ডাকবো ? সবাই ডাকে কমল বলে, তাতে আমার সম্মানের হানি হয়না । নামের আগে-পিছে ভার বেঁধে নিজেকে ভারি করে তুলতে আমার লজ্জা করে। আপনি বলবারও দরকার নেই, আমাকে আমার সহজ নাম ধরে ডেকে । 2 ইহার স্পষ্ট জবাবটা রাজেন্দ্র এড়াইয়া গিয়া কহিল, কি আমাকে করতে হবে ? আমার বন্ধু হতে হবে । লোকে বলে তুমি বিপ্লব-পন্থী । उी'शनि সত্যি হয় আমার সঙ্গে বন্ধুত্ব তোমার অক্ষয় ইবে । " এই অক্ষয়-বন্ধুত্ব আমার কি কাজে লাগবে ? কমল বিস্মিত হইল, ব্যথিত হইল। একটা সংশয় ও উপেক্ষার সুস্পষ্ট মুর তাহার কানে বাজিল, কহিল, অমন কথা বলুতে নেই। বন্ধুত্ব বস্তুটা সংসারে দুর্লভ, আর আমার বন্ধুত্ব তার