পাতা:শেষ প্রশ্ন.djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

는 • * শেষ প্রশ্ন কমল সহসা আপনাকে সম্বরণ করিয়া লইল, বলিল, থাকৃগে মানে । এ তোমার শুনে কাজ নেই। কিছুক্ষণ স্বৰ্য্য অস্ত গিয়াছে, ঘরের মুধ্যে বাহিরের সন্ধ্যা ঘন হইয়া আসিল । কমল আলো জালিয়া টেবিলের একধারে রাখিয়া দিয়া স্বস্থানে ফিরুিয়া আসিয়া কহিল, তা হোক, আমাকে ওঁর বাসায় একবার নিয়ে চল । কি করবেন গিয়ে ? নিজের চোখে একবার দেখতে চাই। যদি প্রয়োজন হয় থাকৃবো । না হয়, তোমার ওপরে তার ভার রেখে আমি নিশ্চিন্ত হব । এই জন্যই তোমাকে ডেকে পাঠিয়েছিলাম । তুমি ছাড়া এ আর কেউ-পারবুেলু। র্তার প্রতি লোকের বিতৃষ্ণার সীমা নেই। বলিতে বলিতে সে সহসা বাতিটা বাড়াইয়া দিবার জন্য উঠিয়া পিছন ফিরিয়া দাঁড়াইল । রাজেন কহিল, বেশ, চলুন। আমি একটা গাড়ী ডেকে আনিগে । এই বলিয়া সে বাহির হইয়া গেল । গাড়ীতে উঠিয়া বসিয়া রাজেন্দ্র বলিল, শিবনাথবাবুর সেবার ভার আমাকে অর্পণ করে আপনি নিশ্চিন্ত, হতে চান, আমিও নিতে পারতাম ; কিন্তু, এখানে আমার থাকা চলুবেনা,--শীঘ্রই চলে যেতে হবে । আপনি আর কোন ব্যবস্থার চেষ্টা করুন। কমল উদ্বিগ্ন হইয়া জিজ্ঞাসা করিল, পুলিশে বোধ করি পিছনে লেগে অতিষ্ঠ করেছে ? তাদের আত্মীয়তা অামার অভ্যাস আছে,—সেজন্তে নয় । • কমল হরেন্দ্রের কথা স্মরণ করিয়া বলিল, তবে আশ্রমের এর} বুঝি তোমাকে চলে যেতে বলচেন ? কিন্তু পুলিশের ভয়ে র্যারা এমন আতঙ্কিত, ঘটা কোরে তাদের দেশের কাজে না নামাই উচিত। কিন্তু,