পাতা:শেষ প্রশ্ন.djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• shכל চারিদিকে চাহিয়া কমল স্তব্ধ হইয়া রহিল। ঘরের এ কি চেহারা ! এখানে যে ” মানুষে বাস করিয়া আছে সহজে যেন প্রত্যয় হয়না । লোকের সাড়া পাইয়া সতেরো আঠারো বছরের একটি হিন্দুস্থানী ছোকৃরা আসিয়া দাড়াইল ; রাজেন্দ্র তাহার পরিচয় দিয়া কহিল, এইটি শিবনাথ বাবুর চাকর । পথ্য তৈরি করা থেকে ওষুধ খাওয়ানো পৰ্য্যন্ত এরই ডিউটি । সুৰ্য্যাস্ত হতেই বোধ করি ঘুমোতে স্বর, করেছিল, এখন উঠে আসচে। রোগীর সম্বন্ধে কোন উপদেশ দেবার থাকে তৈা একেই দিন বুঝতে পারবে বলেই মনে হয়। নেহাৎ ধোক নয়। নামটা কাল জেনে গিয়েছিলাম কিন্তু ভুলে গেছি। কি নাম রে ? আজ ওযুদ্ধ খাইয়েছিলি ? t ছেলেটা বা হাতের দু’টা আঙুল দেখাইয়া কহিল, দো খোরাক খিলায়া । আউর কুছ খিলায়া ? হ,—দুধ ভি পিলায়া । বহুত আচ্ছা কিয়া । ওপরের পাঞ্জাবী বাবুরা কেউ এসেছিল ? ছেলেটা ক্ষণকাল চিন্তা করিয়া বঁট্রিাল, শায়েদ দো পহরয়ে একঠো বাবু আয়kরহা । শায়েদ ? তখনু তুমি কি কুরছিলে বাবা, ঘুমুচ্ছিলে ?” কমল জিজ্ঞাসা করিল, ফগুয়া, তোর এখানে ঝাড় টাড় কিছু আছে ?