পাতা:শেষ প্রশ্ন.djvu/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন R ob আপত্তি নেই, কিন্তু খেতে পারবোনা ভাই । তুমি হয়ত জানোনা যে, আমি নিজে রেধে খাই, আর এই সব দামী ভালো-ভালো খাবারও খাইনে। আমার জন্যে ব্যস্ত হবার আবশ্যক নেই, অন্যান্ত দিন যেমন হয়, তেমূনি বাসায় ফিরে গিয়েই খাবো । তা হলে আর রাত না করে বাসাতেই ফিরে চলুন, আপনাকে পৌছে দিয়ে আসিগে । তুমি এখানেই আবার ফিরে আসূবে ? আসূবো । কতক্ষণ থাকৃবে ? অন্ততঃ কাল সকাল পর্য্যন্ত । ওপরের পাঞ্জাবীদের হাতে কিছু টানা দিয়ে গেছি, একটা মোকাবিলা না করে নোড়বনা। একটু ক্লান্ত, তা হোকৃ। এতট্রা অযত্ন হবে ভাবিনি। উঠুন, এদিকে গাড়ী পাওয়া যাবেন, হাটতে হবে। ফেরবার পথে মুচীদের বস্তিটা একবার ঘুরে আসা দরকার । দু-ব্যাটার মরবার কথা ছিল, দেখি তারা কি করলে। কমলের আবার সেই কথাই মনে পড়িল, এ লোকটার অনুভূতি বলিয়া কোন বালাই নাই। অনেকটা যন্ত্রের মত। কি একটা অজ্ঞাত প্রেরণা ইহাকে বারম্বার কৰ্ম্মে নিযুক্ত করে,—কৰ্ম্ম করিয়া যায়। নিজের জন্য নয়, হয়ত কোন কিছু আশা করিয়াও নয়। কাজ ইহার রক্তের মধ্যে, সমস্ত দেহের মধ্যে জল-বায়ুর মতই যেন সহজ হইয়া আছে। অথচ, অন্তের বিস্ময়ের অবধি থাকেনা, ভাবে, কেমন করিয়া এমন হয়। জিজ্ঞাসা করিল, আচ্ছা রাজেন, তুমি নিজেওঁ তো ডাক্তার ? ডাক্তার ? না। ওদের ডাক্তারি-ইস্কুলে সামান্ত কিছুদিন শিক্ষানবিসি করেছিলাম। . তাহলে ওদের দেখচে কে ?