পাতা:শেষ প্রশ্ন.djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন । ミ>ペ হয় আমাকে আজ ও জেগে কাটাতে হবে। কিন্তু ছুটি মঞ্জুর হয়ে গেল, স্বামীর শুশ্রীক্ষার ভার নিজের হাতেই নিলেন । ভালই। ফিরতে বোধ করি আমার দেরি হবেনা, কিন্তু ইতিমধ্যে ঘুমিয়ে পড়বেননা যেন । কমল বলিল, না । কিন্তু, এই লোকটি যে আমার স্বামী এ খবর তোমাকে দিলে কে ? এখানকার ভদ্রলোকেরা বোধ করি ? যে-ই দিয়ে থাকৃ, সে তামাসা করেছে। বিশ্বাস না হয়, একদিন এ কে জিজ্ঞেস করলেই খরর পাবে। & রাজেন্দ্র কোন কথা কহিলনা । নিঃশব্দে বাহির হইয়া গেল । শিবনাথ ঠক যেন এই জন্যই অপেক্ষা করিয়াছিল। পাশ ফিরিয়া চোখ, মেলিযা চাহিল, জিজ্ঞাসা করিল, এই লোকটি কে ? শুনিয়া কমল চমকিত হইল। কণ্ঠস্বর স্পষ্ট, জড়তার চিহ্লমাত্র নাই। চোখের চাহনিতে তখনো অল্প একটুখানি ঘোর আছে বটে, কিন্তু মুখের চেহারা প্রায় স্বাভাবিক। অসমাপ্ত নিদ্রা ভাঙ্গিয়া জাগিয়া উঠিলে যেমন একটু আচ্ছন্নভাব থাকে তাহার অধিক নয়। এতবড় রোগের এত সহজে ও এ ত শীঘ্ৰ যে সমাপ্তি ঘটিয়াছে কমল হঠাৎ তাহা বিশ্বাস করিতে পারিলনা। তাই উত্তর দিতে তাহার বিলম্ব হইল। শিবনাথ আবার প্রশ্ন করিল, এ লোকটি কে শিবানি ? তোমাকে সঙ্গে করে ইনিই এনেছেন ? হা । আমাকেও এনেছেন, এবং তোমাকেও সঙ্গে করে যিনি কাল রেখে গিয়েছেন, তিনি । • নাম । রাজেন্দ্র । তোমরা দু’জনে কি এখন এক বাড়ীতে থাকো ? ০ সেই চেষ্টাই তো করচি। যদি থাকেন আমার ভাগ্য।