পাতা:শেষ প্রশ্ন.djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন । ミ>8 পেয়েচি শুনে তুমি মনে মনে হাস্বে জানি, কিন্তু এই জানাটাই আমার সাস্বনা । তুমি এত ছোট বলেই কেবল নিজের দুঃখ আমি সইতে পারলাম, নইলে পারতাম না । শিবনাথ চুপ করিয়া কহিল ; কমল তাহার মুখের প্রতি নির্নিমেষে চাহিয়া কহিল, জানো তুমি, আমার সব সইলো, কিন্তু তোমাকে বাড়ী থেকে বার করে দেওয়াটা আমার সইল না । তাই এসেছিলাম তোমাকে সেবা করতে, তোমার মন ভোলাতে আসিনি । শিবনাথ ধীরে ধীরে কহিল, তোমার এই দয়ার জন্যে আমি কৃতজ্ঞ শিবানি । কমল কহিল, তুমি আমাকে শিবানী বলে ডেকোনা, কমল বলে ডেকো । কেন ?" শুনলে আমার ঘৃণা বোধ হয় তাই। কিন্তু একদিন ত তুমি এই নামটিই সবচেয়ে ভালোবাসূতে! এই বলিয়া সে ধীরে ধীরে কমলের হাতখানি লইয়া নিজের হাতের মধ্যে গ্রহণ করিল। কমল চুপ, করিয়া রহিল। নিজের হাত লইয়া টানাটানি করিতেও তাহার কুষ্ঠা বোধ হইল । চুপ করে রইলে, উত্তর দিলে না যে বড় ? কমল তেমূনিই নিৰ্ব্বাক হইয়া রহিল ! কি ভাব চো বলতে শিবানি ? • কি ভাবচি জানো ? ভাবচি, মানুষ কতবড় পাষণ্ড হলে তবে একথা মনে কোরে দিতে পারে । *— শিবনাথের “চোখ ছলছল করিতে লাগিল, বলিল, পাষণ্ড আমি নই يحكي শিবানী একদিন তোমার ভুল তুমি নিজেই জানতে পারবে, সেদিন