পাতা:শেষ প্রশ্ন.djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন వరి হরেন্দ্র বলিল, যদিও হয় আমি কখনো যোগ দিইনে। সে পুলিশের জিন্মায় না থাকৃলেই আমার যথেষ্ট । তাকে আমি চিনি। কিন্তু আমাকে ? কিন্তু আপনি তো সে সব কিছু মানেননা ! অনেকটা তাই বটে। অর্থাৎ, মানতেই হবে এমন কোন কঠিন শপথ নেই আমার। কিন্তু বন্ধুকেই শুধু জানলে হয়না হরেনবাবু, আর একজনকেও জানা দরকার | f বাহুল্য মনে করি । বহুদিনের বহু কাজে-কৰ্ম্মে যাকে নিঃসংশয়ে চিনেছি বলেই জানি, তার সম্বন্ধে আমার আশঙ্কা নেই। তার যেখানে অভিরুচি সে থাক, আমি নিশ্চিন্ত । কমল তাহার মুখের প্রতি ক্ষণকাল চুপ করিয়া চাহিয়া থাকিয়া কহিল, মাৰ্য্যকে অনেক পরীক্ষা দিতে হয় হরেনবাবু। তার একটা দিনের আগের প্রশ্ন হয়ত অন্য দিনের উত্তরের সঙ্গে মেলেনা। কারও সম্বন্ধেই বিচার অমন শেষ করে রাখতে নেই, ঠকৃতে হয়। কথাগুলা যে শুধু তত্ত্ব হিসাবেই কমল বলে নাই, কি-একটা ইঙ্গিত করিয়াছে হরেন তাহা অনুমান করিল। কিন্তু জিজ্ঞাসাবাদের দ্বারা ইহাকে স্পষ্টতর করিতেও তাহার ভরসা হইলন। রাজেন্দ্রর প্রসঙ্গট বন্ধ করিয়া হঠাৎ অন্য কথার অবতারণা করিল। কহিল, আমরা স্থির করেছি শিবনাথকে যথোচিত শাস্তি দেব । * কমল সত্যই বিক্ষিত হইল। জিজ্ঞাসা করিল, আমরা কারা ? হরেন্দ্ৰ বলিল, যারাই হো, তার আমি একজন। আগুবাবু পীড়িত, ভাল হয়ে তিনি আমাকে সাহায্য করবেন প্রতিশ্রুতি দিয়েছেন । " তিনি পীড়িত ?