পাতা:শেষ প্রশ্ন.djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন • ২৩৪ আছে শুনেচি, কিন্তু সে সকলের কোন উল্লেখই হলনা । হঠাৎ একদিন অদ্ভূত সমাধান হয়ে গেল। প্রস্তাব কোন পক্ষ থেকে উঠেছিল জানিনে, কিন্তু, পীড়িত আগুবাবুর সেবার ভার নিলেন বৌদি। কমল চুপ করিয়া রহিল। " হরেন্দ্র হসিয়া বলিল, তবে আশা আছে বৌদির চাকরিটা যাবে না । তারা ফিরে এলেই আবার গৃহিণীপণার সাবেক কাজে লেগে যেতে পারবেন। কমল এই শ্লেষেরও কোন উত্তর দিল না, তেমনই মৌন হইয়া রহিল । হরেন্দ্র বলিতে লাগিল, আমি জানি, বৌদি সত্যিই সৎ চরিত্রের মেয়ে । সেজদার দারুণ দুদিনে ছেড়ে যেতে পারেননি, এই থাকার জন্যেই হয়ত ও-দিকের সকল পথ বন্ধ হয়েছে। অথচ, এদিকেরও দেখলাম বিপদের দিনে পথ খোলা নেই। তাই ভাবি, বিনা দোৰেও এ দেশের মেয়েরা কত বড় নিরুপায়। কমল তেমৃনি নিঃশব্দে বসিয়া রহিল, কিছুই বলিল না। হরেন্দ্ৰ কহিল, এই সব শুনে আপনি হয়ত মনে মনে হাস্চেন, না ? কমল শুধু মাথা নাড়িয়া জানাইল, না । হরেন্দ্র বলিল, আমি প্রায়ই যাই আপ্তবাবুকে দেখতে। ওঁরা দু’জনেই আপনার খবর জানতে চাইছিলেন। বৌদির তো আগ্রহের সীমা নেই, —একদিন যাবেন ওখানে ? কমল তৎক্ষণাৎ সম্মত হইয়া কহিল, আজই চলুননা হরেনবাবু, তাদের দেখে আসি । আজই যাবেন ? চলুন। আমি একটা গাড়ী নিয়ে আসি । অবশু যদি 'পাই। এই বলিয়া সে ঘর হইতে বাহির হইয়া যাইতেছিল, কমল তাহাকে ফিরিয়া ডাকিয়া বলিল, গাড়ীতে দু’জনে